শোনা যায় জীবনটাই নাকি গল্পের মতন! অতশত বুঝে আসে না আমার। গল্পেরা প্লট হয়ে আসে―তাই লিখে লিখে আকার দেই মাত্র। যা ভালোলাগার প্রতিফলন। তবে ভালো-মন্দ, গল্প হলো কী হলো না―তা পাঠকই নির্ধারণ করবেন। বেশ কিছুদিন থেকে গল্পগুলো লেখা। লিখে রেখে দিয়েছি। বের করে সংশোধন, পরিমার্জন, প্রয়োজনে সংযোজন-বিয়োজনও করেছি। তা বারবার করেছি। এভাবে পাণ্ডুলিপি তৈরি হলো। প্রকাশক সাহেবকে বললে তিনি দেখেশুনে রাজি হলেন প্রকাশ করতে। মনে আনন্দ বয়ে গেল যে। পাঠক বই আকারে পড়বে গল্পগুলো। তবে বেশ কয়েকটি গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। পাঠকের সাড়াও পেয়েছে সেগুলো। বিশ্বাস যে, বইও সাড়া পাবে পাঠকের।
বইটির ক্ষেত্রে আমার পরিবারের সদস্যদের কথা না বললে ঘাটতি থেকে যাবে যে! স্ত্রী ও আত্মজাদ্বয় আমার পড়া, লেখা―এমনকি ভাবনার পরিবেশ তৈরিতে যথেষ্ট ছাড় দিয়ে, সহযোগিতা করে আমার জগৎ বানিয়ে নিতে সাহায্য করছে প্রতিনিয়ত। আর যারা গল্পকার তৈরি হতে সহায়তা করেছেন বা করছেন তাদের ভালোবাসা না জানালে হয়!
কম্পিউটারম্যান বিষ্ণু বর্মণকে কাজের বিনিময় হিসেবে ভালোবাসা দিলাম কিছুটা―ঋণ শোধরানোতে। কেননা, ওর আয়ের এ পথের কাজে কখনো বিঘ্ন সৃষ্টি করে, কখনো জোর করে আমার কম্পোজের কাজ করিয়ে নিই, তেমন খরচাপাতি না দিয়েই।
যা হোক, প্রকাশক শফিক সাইফুল ভাইয়ের প্রতি হৃদয়জ ভালোবাসা যে বইটি প্রকাশ করতে এগিয়ে এসেছেন। কাজ করলে ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে, এটা স্বাভাবিক। সংশোধনে সর্বপ্রচেষ্টার পরেও যদি কোথাও ভুল থেকে যায় তবে জানলে ও বুঝতে পারলে আগামীতে মোচনে সচেষ্ট থাকব।
কঙ্কন সরকার। পুরো নাম কঙ্কন কুমার সরকার। পিতা প্রয়াত অতুল পদ সরকার, মাতা প্রয়াতা ললিতা রানী সরকার। জন্ম ১ অক্টোবর ১৯৭৫। ঠিকানা : পশ্চিম বৈদ্যনাথ, ছাইতানতলা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। ছয় ভাই-বোনের মধ্যে কঙ্কন সরকার সবার ছোট। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাসের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক পাঠ শেষ করেছেন। পরে রংপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডিএইচএমএস কোর্স সম্পন্ন করেন। শিক্ষা ও উন্নয়নমূলক পেশায় কাজ করেছেন বেশ কিছুদিন। ছোটবেলা থেকেই বইপড়া ও লেখালেখির প্রতি ঝোঁক। নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধসহ নানা বিষয়ে। সাহিত্য চর্চা করে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করতে ভালোবাসেন। এখন প্রকৃতি, পরিবেশ, সমাজ আর মানুষ তার পাঠশালা। প্রকাশিত বইঃ পরী, কলি ও টুনটুনি এবং স্বাধীনতার গল্প-২০১৪ সিংহ ও শিয়ালের গল্প-২০১৪ রূপমের দিনগুলি-২০১৫ হিন্দু ধর্মের জানা-অজানা - ২০১৪ গল্প পড়ি ব্যাকরণ শিখি -২০১৫ বড়দের জন্য গল্পের বইঃ পড়েপা- ২০২৩