প্রতিবিম্ব মানে নিজেকে ফিরে দেখা, নিজেকে দেখার মধ্যে দিয়ে প্রতিফলিত তরঙ্গে অন্যকেও দেখা, অনুভব করা, খণ্ড বিখণ্ড চৈতন্যে রক্তাক্ত সবুজে সমগ্র সত্তা অনুভব করা- গল্পেরই মানচিত্র। খ্যাতিমান গল্পকার তাহমিনা কোরাইশী প্রতিবিম্বে প্রত্যাবর্তন গল্পগ্রন্থের গল্পগুলোতে মানুষ্য সংসারের বিচিত্র সংরাগ ও প্রতিসংরাগ উপস্থাপন করেছেন অভিজ্ঞতার তিক্ত বয়ানে।
আদৃত আশ্রম গল্পে প্রাচীন মিথ ব্যবহার করে মানব সমাজের ত্যাগ ও মনুষ্যত্বের সৌন্দর্য তুলে ধরেছেন। গল্প পাঠ করবার পর মনে হয়, ধারাবাহিক জীবন সভ্যতার পিছনে অজস্র জীবনের দানে পরিপূর্ন। মুক্তিযুদ্ধ বাঙালি জাতি সত্তার অনি:শেষ প্রেরণার আয়োজন। ১৯৭১ সালে বর্বর পাকিন্তানের সৈন্যরা বাংলার মানুষের উপর যে অবর্ননীয় হত্যাযঞ্জ চালিয়েছে, তার নির্মোহ বর্ননার পাশাপাশি, যুদ্ধের পর মানুষের বেঁচে থাকার লড়াইয়ের ত্যাগ ও তিতিক্ষর দারুণ আখ্যান রচনা করেছেন তাহমিনা কোরাইশী আশ্রয় আশ্রম গল্পে।
সর্বনাশের মধ্যেও ফোটে সুখ সুন্দর গন্দম। ঝরা পাতার দিন গল্পে গল্পকার দগ্ধ বাংলাদেশে প্রকৃতির সন্তানের প্রকৃতির প্রতি দায়বোধের অবাক চিত্র এঁকছেন, যা পাঠকদের মুদ্ধ করবে। দরিদ্র শ্রমজীবী মানুষের কাছে তথাকথিত সুসভ্য ও শিক্ষিত সুবিধাভোগীদের মাথা নত করে দেবে।
প্রেম চির শ্বাশ্বত, সুন্দর এবং নান্দনিক। প্রত্যাবর্তন গল্পে দুই সময়, দুই জীবনের প্রতিবিম্ব দুরন্ত মমতায় রঙিন করেছেন গল্পকার তাহমিনা কোরাইশী। অতলস্পর্শী প্রেম কখনো হারায় না মানব জীবনের ধারাপাত থেকে- সুমিত আর শিউলি- নতুন বিন্যাসে প্রমাণ করে।
জীবনের গভীর বোধ ও যন্ত্রনার টুকরো টুকরো যাদুকাঠী দিয়ে প্রতিবিম্বে প্রত্যাবর্তন বইয়ের গল্পগুলো সাজিয়েছেন তাহমিনা কোরাইশী। উল্লেখ করা যায়, তিনি শৈশব থেকে লেখার সাধনায় মগ্ন। অভিজ্ঞতা, শিল্প সাধনা আর মমতার রক্ততিলকে উদ্ভাসিত গল্পগুলো পড়ে পাঠকেরা অনন্য তৃপ্তি ও সুখ পাবেন।
তাহমিনা কোরাইশী । ঢাকার শান্তিনগরে ১৪ নভেম্বর ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। পিতৃনিবাস পাবনা। পিতা : লুঙ্কর রহমান খান (প্রয়াত), মাতা : নূরজাহান খান (প্রয়াত)। স্বামী : বীর মুক্তিযােদ্ধা ওমর কোরাইশী। পুত্রত্রয় : তানভীর, তানিম ও তাওসীফ। পুত্রবধূ : মৌসুমী, মাহেনূর এবং নাতনী সামারা ও আফশীন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এ কমার্শিয়াল কর্মকর্তা হিসেবে দীর্ঘ সাতাশ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি বেশ কিছু দেশ ভ্রমণ করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। প্রকাশিত কবিতাগ্রন্থ : হঠাৎ তােমাকে দেখা, খােলা। চিঠি, ফিরে কি আসা যায়, তখন এখন, দিনের পায়ে বেঁধেছি নূপুর, জলেই জ্বেলেছি আগুন, নির্বাচিত কবিতা । প্রকাশিত গল্পগ্রন্থ : অমানিশার গল্প, হলদে পাকার গুঞ্জন, কুয়াশার দেওয়ালে যে সূর্য, চেনা মুখ অচেনা আলােয়, অহল্যা যামিনী ।। প্রকাশিত কিশাের গল্পগ্রন্থ : বামন মামা, পন্টুর কাঠাল। চুরি, ফুলপরীদের দেশে (বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত-২০১৬)। প্রকাশিত উপন্যাস : যে জলে চন্দন ঘ্রাণ । প্রকাশিত ছড়াগ্রন্থ : ছড়ার বনে হারিয়ে যাব, হৈ হুল্লোড়, ছড়া আমার খেলার সাথী, টাপুর টুপুর মিষ্টি দুপুর, ছড়া যত মজা তত, ছড়ার ঝুড়ি, মেঘের ঘুড়ি, রঙধনু প্রজাপতি (শিশুতােষ ছড়া) সহ মােট ২৫টি।