ষোলো ম্যাগাজিনে আমরা শুরু থেকেই চেষ্টা করছি, কিশোর-তরুণদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যার গভীরে পৌঁছে সঠিক পথের নির্দেশনা দেওয়ার। ষোলোর পাতায় পাতায় আমরা তুলে ধরি কিশোর কিশোরী তরুণ -জীবনের কঠিন প্রশ্নগুলোর সহজ ও চিরায়ত সমাধান। হতাশা, দুশ্চিন্তা, প্রেম, আত্মহত্যার মতো জীবনবিধ্বংসী সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পথ বাতলে দেওয়ার চেষ্টা করি আমরা। একইসাথে, মজার মজার গল্প, থ্রিলার, ইতিহাস, ভ্রমণকাহিনি, এবং কমিকসের মতো বিষয়গুলোর মাধ্যমে আমরা পাঠকের মননশীলতাকে বিকশিত করার চেষ্টা করি। শারীরিক বিকাশের জন্য লাইফস্কিলস ও শরীরচর্চার বিভিন্ন টপিকও ষোলোতে থাকে।
কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের একঘেয়ে জীবনের মধ্যেও আনন্দ ও শিক্ষার সংমিশ্রণ এনে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তাই নিয়মিত আয়োজনের পাশাপাশি প্রতি সংখ্যায় আমরা নতুন নতুন বিশেষ ইস্যু যুক্ত করি। এবারের সংখ্যায় সেরকম দুটি ইস্যু হলো—জুলাই আন্দোলনের স্মৃতিচারণ এবং বাংলাদেশ-ভারত দ্বন্দ্ব। জুলাই আন্দোলনের অবিকৃত ইতিহাস সংরক্ষণের ছোট্ট প্রচেষ্টা হিসেবে ম্যাগাজিনের প্রতিটি পাতায় তুলে আনা হয়েছে আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলো। গণহত্যার নির্মম ও হৃদয়বিদারক কাহিনিগুলোর সংকলন করার চেষ্টা করেছি আমরা। গদ্যে ও পদ্যে এই ইতিহাস আমরা নিয়মিত সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
এছাড়া থাকছে সীমান্তে ভারতীয় বিসএফের খুন-কাহিনি এবং বিডিআর জোয়ানদের বীরত্বগাঁথা। আশা করছি, এ অংশটা পড়ে তোমরা ইতিহাসের কিছু পুরোনো ঘটনা নতুন করে জানতে পারবে। একইসাথে রোমাঞ্চিত ও সচেতন হবে বন্ধু সেজে থাকা মুখোশধারী রাষ্ট্রটির ব্যাপারে।
আমরা বিশ্বাস করি, ‘ষোলো’ হবে সেই মশাল, যার মাধ্যমে তোমরা এগিয়ে যাবে আলোর পথের অসীম দিগন্তপানে। তোমাদের হাত ধরেই তৈরি হবে নতুন পৃথিবী। সেই পৃথিবীর সূচনার ইতিহাসে ‘ষোলো’ হোক তোমাদের