গণিত প্রমাণনির্ভর। গণিত সত্য শেখায়। সাতে পাঁচে চৌদ্দ হয় না, বারো হয়। গণিত বিজ্ঞানে জননী। সব ধরনের বিজ্ঞানে গণিত বা গণিতের ভাষা আছে। সব ধরনের আবিষ্কার ও গবেষণায় গাণিতিক প্রয়োগ দেখা যায়। গণিতে সূত্র ও-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটোবেলা থেকে শুনে আসছি গণিত খুব কঠিন বিষয়। স্কুলের গণিত শিক্ষকরাও তা মনে করিয়ে দিলে ভয় আরো বেড়ে যেত।
যারা আগ্রহ নিয়ে গণিত শেখে বুঝতে চেষ্টা করে তাদের গণিতভীতি অনেকটা কমে যায়। তবে আমি মনে করি গণিত চর্চার বিষয়। বিজ্ঞানের বিষয়। ভয়কে জয় করাটা অনেক সহজ করে দেয় বর্তমান গণিতবিদ ও গণিতবিজ্ঞানীরা। বিশ্বে এখন গণিত বিষয়ে অনেক প্রতিযোগিতা হচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে হচ্ছে আমাদের দেশেও তাই আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। বাড়ছে গণিত শেখা ও চর্চা। বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে, যেমন বিভিন্ন পদক অর্জন করছে তেমনি দেশের সুনাম বৃদ্ধি করছে। আমাদের দেশের সম্মানিত গণিতবিদগণ চেষ্টা করছে সহজ ভাষায় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে।-এর ফলে শিক্ষার্থীদের মধ্যে গণিত চর্চা বাড়ছে, যা আমাদের জন্য ভালো এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে উঠবে।
এ বইটিতে আমি বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে গণিত ও অঙ্ককে তাত্ত্বিক ভাষায় তুলে ধরতে চেষ্টা করেছি। দীর্ঘদিন গণিত শিক্ষকতা করতে গিয়ে যে সমস্যায় পড়েছি এবং যে অভিজ্ঞতা হয়েছে, তা থেকে দেখেছি শিক্ষার্থীরা অনেক তাত্ত্বিক ও সংজ্ঞা বুঝতে পিছিয়ে থাকে। তাই চেষ্টা করেছি সহজভাবে গাণিতিক সংজ্ঞাগুলো তুলে ধরেছি। যা সামান্য হলেও গণিতচর্চায় শিক্ষার্থীদের সহায়ক হবে। বিশেষ করে গণিতে বেসিক ভিত্তি তৈরির ক্ষেত্রে। দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রেও কাজে আসতে পারে।
এ বইটি লিখতে যেসব তথ্য ও বইয়ের সাহায্য নেয়া হয়েছে তা তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে। এই বইটি যদি শিক্ষার্থীদের গণিতচর্চায় সামান্য কাজেও আসে তবেই স্বার্থকতা।