বইটিতে - যদিও গল্প নয় কিন্তু - গল্পের আদল ও সংলাপের ধারাকে নির্বাচন করা হয়েছে এই সহজীকরণেরই উদ্দেশ্যে। কারণ, এমন অনেক তাত্ত্বিক ও গুরুগম্ভীর বিষয় আছে, যা সংলাপ ও কথোপকথনের শৈলীতে বলা হলে সুস্পষ্ট, সুখপাঠ্য ও প্রাণবন্ত হয়ে উঠে। কিন্তু সাধারণভাবে বলতে গেলে তা যেমন কষ্টকর হয়, তেমন পাঠকেরও কখনো কখনো বিরক্তকর মনে হয়। এছাড়াও আরেকটি উদ্দেশ্য বিবেচনায় নেওয়া হয়েছে। তা হলো, এর মাধ্যমে উলূমুল হাদীসকে জীবন-ঘনিষ্ঠ করে উপস্থাপন করা এবং এটা প্রমাণ করা যে, উলূমুল হাদীস একটি ফিতরী ও স্বভাবজাত শাস্ত্র, যার ব্যাপারে প্রত্যেক সুস্থ মস্তিস্ক অকুণ্ঠ সমর্থন দিতে বাধ্য।
উলূমুল হাদীসকে এভাবে বুঝতে পারার উপকারিতা অনেক। এতে শাস্ত্রটি যেমন জীবন্ত হয়ে উঠে তেমনি আকর্ষণীয় এক রূপ নেয়। সাথে অনেক মাসআলার مناط ধরতে সহজ হয় এবং অনেক উসূল محرر منقح হয়ে সামনে আসে। গল্প ও সংলাপে অনেক তাত্ত্বিক বিষয়ও যে জীবন-ঘনিষ্ঠ হয়ে উঠে তা তো সর্বজনস্বীকৃত। তাই আমরা চেষ্টা করেছি উলূমুল হাদীসকে এই ধারায় উপস্থাপন করতে। কতটুকু সফল হয়েছি তা তো কেবল পাঠকই বলতে পারবেন।
বইটিতে যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হলো, উলূমুল হাদীসের পরিচয়, প্রকৃতি, পরিধি, আবশ্যকিয়তা ও অর্জনের পদ্ধতিকে ফুটিয়ে তোলা। এক কথায় 'উলূমুল হাদীস কী, কেন ও কীভাবে' এই প্রশ্নের উত্তর দেওয়াই হলো এই কিতাবের মূল উদ্দেশ্য। উলূমুল হাদীসের উসূল ও পরিভাষার বিস্তর বর্ণনা দেওয়া, বিভিন্ন মতামতের দালিলিক বিশ্লেষণ ও পর্যালোচনা করা এই কিতাবের উদ্দেশ্য নয়। তবে উলূমুল হাদীসের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিমার্জিত সারংশ বলার চেষ্টা করা হয়েছে। তাই বলা যায়, এই কিতাব যেমনিভাবে দাওরা পূর্ববর্তী তালিবে ইলমদের উলূমুল হাদীসের শাস্ত্রীয় মেহনতের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে, তেমনিভাবে সদ্য উলূমুল হাদীস বিভাগের তাখসসুস ফারেগ ভাইদের জন্যও تذكرة তথা স্মরণিকা হিসেবে কাজ করবে।
ঘটনা সাজাতে রশীদ নামে একজন মেধাবী ও আগ্রহী তালিবে ইলমের শরহে বেকায়া থেকে দাওরা পর্যন্ত ইলমী জীবনকে সরলভাবে অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে লেখক চেষ্টা করেও পড়ালেখা সংক্রান্ত নিজের অসম্পূর্ণ কিছু অভিজ্ঞতা, ব্যক্তিগত ভালো লাগা ও যাওকিয়্যাত বলা থেকে বিরত থাকতে পারেনি। নিজে যা হতে চেয়ে হতে পারেনি সেই আদর্শ তালিবে ইলমের যে চিত্র মনে প্রোথিত হয়ে ছিল তাই যেন কলম ও কালির আচঁড়ে আকতে চেয়েছে। হয়ত, কেউ আগ্রহী হবে। হয়ত কল্পনার রশীদের দেখা