ইতিহাস এক আশ্চর্য বিভাবরী। বিদগ্ধ রঞ্জিত, নক্ষত্র খচিত ও বিপুল বিভাজিত। বিচিত্রিত কিন্তু সংঋদ্ধ। স্নিগ্ধ কিন্তু আতপ্ত। সত্য কিন্তু অদৃশ্য। সম্ভূত কিন্তু অদ্ভুত। তথাপি একটি অভিনিবেশ, একটি সমর্পণ, একটি আর্ত-আকুতির সহবতে এই ইতিহাসই মানুষকে তার পথটুকুসমেত তার অন্বিষ্ট ও বাঞ্ছিতকে, তার খেয়ালি-বিশ্বের আকাশমঞ্জরিকে চিনিয়ে দিতে পারে ঐশী হেরার রাজমুকুট হয়ে। এখানেই ইতিহাস ইসলামসম্মত এবং ন্যায্যত ও রক্তসিঞ্চিত ও প্রার্থিত।
.
মহাকবি মুহাম্মদ ইকবাল যথার্থই বলেছেন :
আয় গুলসিতানে উন্দুলুস ও দিন হ্যায় ইয়াদে তুজকো,
থা তেরি ডালিয়ৌ মে জব আশিয়া হামারা।
.
ইসলাম মক্কা ও মদিনা ছাপিয়ে যখন সারা বিশ্বে ছড়িয়ে যেতে থাকে প্রাকৃতিক বিধান হয়ে, পরিশুদ্ধির অভয় হয়ে, সত্য ও সুন্দনের মাপকাঠি হয়ে—ইউরোপ তখনো নিমজ্জিত ঘনঘোর আঁধারে খাবি খাচ্ছিল সভ্যতার অভিশাপ হয়ে—ইসলাম ও ইসলামের মশালবাহী চির দুর্জয় মুজাহিদেরা ইউরোপের আন্দালুসিয়া হয়ে তামাদ্দুনের ইনসাফের ইহসানের প্রদীপমেলার আয়োজন করে লোকচক্ষুর গোচরে দৃশ্যালোকের দিগ্দিশা হয়ে খোদার এই জমিনে।
.
এভাবেই ইসলাম তার সমস্ত সুকোমল ও সুসুন্দর পুঁজি ও সম্বল নিয়ে, সততা ও নিষ্ঠা নিয়ে আচরণে আনন্দে ত্যাগে কর্মে ও সংগ্রামে বিশ্বমানচিত্রে আদৃত হতে থাকে রাজা থেকে ফকিরে, দাস থেকে মনিবে, দেশ থেকে দেশান্তরে, মরু থেকে সমুদ্রে আবিশ্ব সৌরভে সৌন্দর্যে জোছনায় কিংবা সৌরালোক হয়ে।
.
‘আন্দালুসে মুসলিম শাসনের ইতিহাস' তেমনই একটি বিস্ময়কর বিশুদ্ধ বিন্যস্ত আকরিক বই। যে বই বিশ্বমুসলিমের দাওয়াত ও তাবলিগের, জিহাদ ও তাশরিহের, আসান ও মুশকিলের, তাহজিব ও তামাদ্দুনের উত্যুঙ্গ স্মারিকা হয়ে আমাদেরকে আশ্রয় দেবে, আশ্বাস দেবে, জাগর রাখবে, পথ দেখাবে নিত্য যুগের রাহ্বার রূপে ইসলামের মকবুল ও সমৃদ্ধ আদর্শের শান্তিময় পথে।