রাকিবুল ইসলাম চৌধুরী তার ‘সুফিতত্ব ও আত্ম-উন্মোচন’ গ্রন্থে ২৭টি অধ্যায়ে তার যাত্রা, পথ ও অভিজ্ঞান পথ নির্মাণ করেছেন। সংক্ষিপ্ত ও সুবিবেচিত অধ্যায়গুলো পাঠককে অনায়াসে নিয়ে যাবে সুফিতত্ত্বের ইতিহাস, বিবর্তন ও হার্দিক পাঠ-উন্মোচনে। লেখকের পথপরিক্রমা এরকম--‘মনের দরজায় প্রথম আঘাত’ অর্থাৎ চিন্তনের উন্মেষের মধ্য দিয়েই শুরু। বিকাশ ঘটেছে সুফি পথের পরিচয়ের ভেতর দিয়ে ভারতবর্ষে ও বাংলায় সুফিবাদের উৎপত্তির সহজ-সরল ভাষ্য দিয়ে এবং সুফিতত্ত্বের বিকাশের কথা দিয়ে। এ গ্রন্থে আছে সুফিতত্ত্বের বিকাশের ধারায় সুফিবাদে, সুফিভাবে ভ্রমণের ইতিবৃত্ত। আছে সুফিতত্ত্বের বিভিন্ন মত ও পথের তরিকার আলোচনা। আছে মহান সুফি সাধকদের জীবনের কথা। আসে সুফি মত সম্পর্কে বিকৃত ধারণাসমূহের কথা। সব মিলিয়ে আছে লেখক রাকিবুল ইসলাম চৌধুরীর জীবন বিকাশ ও আত্ম-উন্মোচনের ধারাবাহিকতায় তার পারিবারিক ইতিহাসে সুফি মতের প্রভাব কিভাবে অনুপ্রবেশ ঘটেছে সে বিষয়ে একটি ঐতিহাসিক আলোকপাত।
মূলত এই গ্রন্থ একজন সুফি মতাবলম্বী মানুষের আন্তরিক ও আত্মিক প্রেমময়তার প্রকাশ যেখানে আছে তার নিজের আত্মবিকাশের পরিক্রমার কথা। আমার বিশ্বাস এ গ্রন্থ পাঠকের আত্ম-উন্মোচনে, আত্মবিকাশেও সাহায্য করবে। আমরা জানি পথপ্রদর্শক বিজ্ঞজনেরা বলেন, আন্তরিক অনুসন্ধানই মুক্তির পথ। আত্ম-অনুসন্ধানের সঠিক ধ্যানই আধ্যাত্মিকতার চরম উদ্দেশ্যকে সাধন করে, মানুষকে মূল্যবান করে তোলে। আর আন্তরিকতা আসে গভীর নিখাদ মগ্নতার আত্মিক নিবেদন থেকে। আত্মিকতা মানে গভীর নিমজ্জন প্রেমের আলিঙ্গনে স্রষ্টালোক ও অন্তরলোকে আলোকন। মূল কথা আলো প্রাপ্তি। এ বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে--অন্তর আলোক থেকে বিশুদ্ধ জীবনচর্চা ও জীবনচর্যার পথ ‘সুফিতত্ত্ব ও আত্ম-উন্মোচন’।
রাকিবুল ইসলাম চৌধুরী তিনি একাধারে একজন লেখক, গবেষক, গীতিকার, সুরকার, সমাজকর্মী, সংগঠক ও সাংবাদিক। ছোটবেলা থেকেই তাঁর লেখালেখি ও গবেষণাধর্মী কাজের প্রতি আগ্রহ। নবম শ্রেণিতে থাকা অবস্থায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় শিশুকিশোর দ্বীন দুনিয়ায়। এরপর থেকে তিনি নিয়মিত লিখে আসছেন। তিনি ২০২০ সালে অনলাইন সংবাদ মাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে যুক্ত হন অনুসন্ধানী সাংবাদিকতায়। বর্তমানে তিনি জাতীয়, আঞ্চলিক ও কিছু অনলাইন সংবাদমাধ্যমের সাথে যুক্ত। তিনি সেচ্ছাসেবী সংগঠন Unity Spark-US এর সভাপতি ও প্রতিষ্ঠাতা। এ সংগঠন প্রধানত সামাজিক ও মানবিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে । Unity Spark-US বর্তমানে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও কাজ করে যাচ্ছে। কলেজ জীবনে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর আর্মি উইংয়ে যুক্ত ছিলেন। তাঁর বর্ণাঢ্য ক্যাডেট জীবনে সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তিনি অর্জন করেছেন ‘বেস্ট ক্যাডেট অ্যাওয়ার্ড’। তাঁর লেখা বেশ কিছু গানের মধ্যে কয়েকটি গান বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের থিম সং হিসেবে মনোনীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো Bangladesh Youth Cadet Forum এর থিম সং, যা তাঁর লেখা ও সুর করা। প্রকৃতিপ্রেমিক ও ভ্রমণপিপাসু রাকিবুল ইসলাম চৌধুরী প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে ভালোবাসেন। সৌন্দর্য, রহস্য এবং সত্যের সন্ধানে ছুটে চলাই তাঁর নেশা। প্রান্তর থেকে পাহাড়, জনপদ থেকে নদী—সবখানেই ছড়িয়ে আছে তাঁর পদচিহ্ন। তিনি একজন পরিব্রাজক, যাঁর জীবনজুড়ে মিশে আছে অজানার সন্ধান এবং মানবতার প্রতি গভীর ভালোবাসা। তাঁর এই বহুমুখী প্রতিভা তাঁকে এনে দিয়েছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা। লেখালেখি থেকে সংগীত, সমাজসেবা থেকে সাংবাদিকতা—সবক্ষেত্রেই তিনি অনন্য।