প্যারালাল Text এর অনন্য বৈশিষ্ট্যসমূহ:
1. Topic Analysis:
বর্তমানের তীব্র প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে পরিশ্রমী হওয়ার পাশাপাশি সচেতন হওয়া জরুরি। আর একজন সচেতন শিক্ষার্থী যেকোনো কিছু পড়ার আগে সে সম্পর্কে Overall Analysis করে। তাই, Parallel Text এর প্রতিটি Topic এর শুরুতে দেওয়া হয়েছে Topic Analysis, যা দেখে তুমি জানতে পারবে কীভাবে Topic-টি পড়তে হবে।
2. Tips Tricks:
এলোপাথাড়ি অধ্যয়ন কিংবা অনুশীলন তোমাকে বার বার শূন্যতে এনে ফেলতে পারে। তাই যেকোনো Topic এর পরিকল্পনামাফিক প্রস্তুতি নিশ্চিত করতে আমরা রেখেছি Exclusive Tips Tricks, যা তোমাকে প্রতিটি Topic-এ দক্ষতা অর্জনে সহায়তা করবে।
3. Easy Translation of the Passage:
প্রতিটি Passage এর সংশ্লিষ্ট প্রশ্ন সমাধানে পারদর্শী হতে সেই Passage-টি অনুধাবন করা অতীব জরুরি; আর এই কাজে পারদর্শী হতে তোমার জন্য Parallel Text-এ রয়েছে প্রতিটি Passage এর সহজ ও সাবলীল বঙ্গানুবাদ।
4. Important Grammar Points Notes:
Parallel Text এর অনন্য সংযোজন হলো Grammar Points and Notes; যেগুলোর সাহায্যে তুমি সহজেই একটি Passage থেকে Grammar এর বিভিন্ন Rule আত্মস্থ করতে পারবে, যা তোমাকে Basic Grammar-এ পারদর্শী করে তুলবে। এছাড়া, Passage এর যেকোনো Interesting Information-কে রাখা হয়েছে আলাদা Note Box-এ।
5. Vocabulary Bank:
পৃথিবীর যেকোনো ভাষা শেখার অন্যতম পূর্বশর্ত হলো অভিধান তথা Vocabulary-তে মজবুত দখল। তাই তো আমাদের বইয়ে রয়েছে Exclusive Vocabulary Bank, যেখানে গুরুত্বপূর্ণ শব্দাবলির বাংলা অর্থের পাশাপাশি তাদের Synonym সংযোজন করা হয়েছে।
6. Practical Explanation Section:
Tips Tricks তোমাকে দেখাবে পথ এবং সেই পথে কীভাবে চলতে হবে তা তোমাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে Practical Explanation Section-এ। পরীক্ষার প্রশ্ন পাওয়ার কীভাবে Tips Tricks কাজে লাগিয়ে তা সমাধান করবে, সেই বিষয়টিই দেখিয়ে দেওয়া হয়েছে এখানে।
7. Graph, Chart Visual:
মুখে বার বার পড়ার চেয়ে একবার চোখে দেখা বেশি কার্যকরী। তাই, তোমাদের Visual Memory এর সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করতে Parallel Text-এ সংযুক্ত করা হয়েছে প্রয়োজনীয় Graph, Chart Visual.
8. Board Questions:
বিগত বছরের প্রশ্ন সমাধান ব্যতীত তোমার Board Exam এর প্রস্তুতি অসম্পূর্ণ। তাই, প্রতিটি Topic এর আলোচনার পাশাপাশি সংযোজন করা হয়েছে বিগত বছরের Board Exam এর প্রশ্নাবলি।
9. More Questions for Practice:
প্রতিটি Topic-এ নিজের দখল আনতে এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সংযোজন করা হয়েছে যথেষ্ট পরিমাণ Practice Question.
10. Written Part:
Written অংশে Tips, Tricks Question এর পাশাপাশি সংযোজন করা হয়েছে গুরুত্বপূর্ণ Written Topic এর উত্তর। এছাড়া তোমার অনুশীলন ও দক্ষতা যাচাই করতে আলাদা করে Practice Question তো থাকছেই।