১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
একজন মানুষের কিডনি অথবা লিভার থেকে একটি কোষ নিয়ে উপযুক্ত পরিবেশে রেখে দিলে সেই কোষটি বেঁচে থাকবে! শুধু যে বেঁচে থাকবে তাই নয়, ক্ষেত্রবিশেষ এটি কোষ-বিভাজন করে বংশবৃদ্ধিও করবে! একটি জীবের টিকে থাকার মতো প্রায় সব বৈশিষ্ট্যই থাকে একটি কোষের মধ্যে। জীবনকে তাই খুঁজতে হয় কোষের ভেতরে, জীবনকে খুঁজতে হয় কোষের ভেতরে থাকা অসংখ্য জৈব অণুতে, জীবনকে খুঁজতে হয় সেই সকল অণুদের মধ্যে সংঘটিত অসংখ্য বিক্রিয়ায়, জীবনকে খুঁজতে হয় সেইসব বিক্রিয়া থেকে সৃষ্ট শক্তিতে, জীবনকে খুঁজতে হয় DNA’র ভেতরে খোদাই করা বংশগতীয় সংকেতে। আপনি সাদা হবেন না কালো হবেন, লম্বা হবেন না খাটো হবেন, জটিল কোনো বংশগত রোগ থাকবে কিনা এর সবকিছুই লেখা থাকে আপনার কোষের ভেতরে থাকা DNA-এর মধ্যে। DNA-এর বিজ্ঞান এখন এতদূর এগিয়ে গেছে যে- শুধুমাত্র DNA থেকেই একজন মানুষের মুখ পর্যন্ত তৈরি করে ফেলা যায়!
জীবন আসলে কী- তা বুঝতে চাইলে জীববিজ্ঞানের এ-টু-জেড পড়ার কথা বলেন অনেকেই। অনেক বিজ্ঞানীই বলেন, জীবন বিজ্ঞানের সকল বিষয়াদির সামষ্টিক রূপই হচ্ছে জীবন। কিন্তু জীবন যেমন জটিল, তেমনি জীববিজ্ঞানের বিষয়গুলোও অত্যন্ত বিস্তৃত। আর বিজ্ঞানীরা প্রতিদিনই নতুন নতুন বিষয় আবিষ্কার করেই চলেছেন। ফলে অল্প পড়াশুনাতে জীবনকে বোঝা একটু কঠিন। তবে আমরা চাইলে জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জেনেও জীবন নিয়ে একটা ভালো ধারণা পেতে পারি। এক্ষেত্রে আমাদের সব থেকে বেশি কাজে লাগবে কোষের মলিকিউলার বায়োলজি। এই বইতে কোষের মলিকিউলার বায়োলজির ওপর ভিত্তি করে জীবনকে ব্যাখ্যা করা হয়েছে। সাথে রয়েছে জেনেটিক্স, এপিজেনেটিক্স এবং জীববিজ্ঞানের আধুনিক শাখাগুলো থেকে পাওয়া জ্ঞানের সমন্বয়। চলুন তাহলে জীবনের রহস্য উম্মোচন করা যাক।
জন্ম ঢাকার মানিকগঞ্জ জেলায়। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। এর পাশাপাশি সহজ-সরল ভাষায় বিজ্ঞানকে সকলের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে প্রকাশ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞান বই, লিখছেন বিভিন্ন বিজ্ঞান ম্যাগাজিনে। তাঁর অবসর সময়গুলো বরাদ্দ থাকে বই পাঠ এবং লেখালেখির জন্য। একটা সময় পদার্থবিজ্ঞানের প্রতি আলাদা প্যাশন থাকলেও বিজ্ঞানে এখন তার বিশেষ আগ্রহের জায়গা হচ্ছে সেল এন্ড মলেকিউলার বায়োলজি, ইভল্যুশনারি বায়োলজি, জেনেটিক্স ও হিউম্যান নিউরোসায়েন্স। বিজ্ঞান ছাড়াও ইতিহাস, ধর্ম ও দর্শনে আগ্রহ রয়েছে ।