শামসুল আরেফীনের সংগ্রহ ও সম্পাদনায় ‘বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোকসঙ্গীত ১ম খণ্ড’ গ্রন্থ প্রকাশিত হয় ফেব্রুয়ারি ২০১২ সালে, যেখানে তিনি একটি দীর্ঘ ভূমিকা লিখেছিলেন। এই ভূমিকাটি ‘লোককবি ও লোকসংগীত’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ‘উলুখাগড়া’-ফেব্রুয়ারি ২০১২ সংখ্যায় প্রকাশিত হয়। তারও আগে ভূমিকাটি রাজশাহীতে মোজাফ্ফর হোসেন সম্পাদিত ‘শাশ্বতিকী’-একুশে বইমেলা ২০১১ সংখ্যায় ‘লোকসংগীতের স্বরূপ সন্ধানে’ শিরোনামে প্রকাশিত হয়। এই গ্রন্থে ভূমিকাটি ‘লোককবি ও লোকসংগীত’ শিরোনামে প্রথম প্রবন্ধ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এই গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ হলো ‘চট্টগ্রামের আঞ্চলিক গান’। এই প্রবন্ধে চাটগাঁইয়া গানের ৭৫ জন গীতিকারের কথা বলা হয়েছে। ‘চট্টগ্রামের আঞ্চলিক গানে পহেলা বৈশাখ’, ‘চট্টগ্রামের আঞ্চলিক গানে মুক্তিযুদ্ধ’, ‘চট্টগ্রামের আঞ্চলিক গানে ভাষা আন্দোলন’, ‘চট্টগ্রামের আঞ্চলিক গানে ঈদুল ফিতর’ ও ‘চট্টগ্রামের আঞ্চলিক গানে ঈদুল আজহা’ প্রভৃতি প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে চাটগাঁইয়া গান রচিত হওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
চট্টগ্রামের লোককবি আস্কর আলী পণ্ডিত ও তাঁর রচনা নিয়ে ‘পঞ্চসতী প্যারজান’, ‘জ্ঞান চৌতিসা’, ‘আস্কর আলী পণ্ডিতের চাটগাঁইয়া গান’, ‘বাংলা একাডেমী ফোকলোর সংকলন-৫৯ খণ্ডে আস্কর আলী পণ্ডিতের বারমাসি এবং কিছু কথা’ ও ‘উনিশ শতকের লোককবি আস্কর আলী পণ্ডিত ও সাহিত্যবিশারদ’ শিরোনামে ৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। আস্কর আলী পণ্ডিত ও তাঁর রচনাকে উপলব্ধি ও অনুভব করতে প্রবন্ধগুলো কাজে লাগতে পারে।
এই প্রবন্ধগুলো ছাড়াও আরও কয়েকটি প্রবন্ধ এই গ্রন্থের মধ্যে রয়েছে। এই গ্রন্থটি বাংলাদেশের লোকগবেষণার জগতে গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে।
শামসুল আরেফীন জন্ম : ২০ নভেম্বর ১৯৭৭ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সদর এলাকায় ।। পিতা : প্রয়াত আবদুল মােবিন মাতা : তমনারা বেগম = স্ত্রী : শাহীন নূপুর সন্তান : অহনা ও আবির অনুমােদিত গীতিকার : বাংলাদেশ বেতার মুঠোফোন : প্রকাশিত গ্রন্থ। আহমদ ছফার অন্দরমহল ২০০৪, আস্কর আলী পণ্ডিত : একটি বিলুপ্ত অধ্যায় ২০০৬, বাঙলাদেশের লােককবি ও লােকসাহিত্য-প্রথম খণ্ড ২০০৭, বাঙলাদেশের লােককবি ও লােকসাহিত্য-২য়-৪র্থ খণ্ড ২০০৮, আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞান চৌতিসা ও পঞ্চসতী প্যারজান ২০১০, বাংলাদেশের বিস্মৃতপ্রায় লােকসঙ্গীত১ম খণ্ড ২০১২, আস্কর আলী পণ্ডিত : ৮৬ বছর পর ২০১৩, গাঙ্গেয় বদ্বীপের অনন্য সঙ্গীতজ্ঞ : স্বপন কুমার দাশ ২০১৩, রুবাইয়াত-ই-আরেফীন, কাব্য ২০১৪। পদক-সম্মাননা আস্কর আলী পণ্ডিত সম্মাননা ২০১১, শুভেচ্ছা স্মারক । দরিয়ানগর কবিতামেলা ২০১২, চট্টগ্রাম নবকুঁড়ি পদক ২০১৫, আহমদ ছফা সম্মাননা ২০১৫।