স্বপ্ন সর্বদা এক রহস্যময় ব্যাপার। স্বপ্ন মানুষকে বাঁচায়। স্বপ্ন মানুষকে ভাবায়। স্বপ্ন মানুষকে আশান্বিত করে।
মানুষের জীবনে বহু ধরনের আশা বা স্বপ্ন থাকে। কেউ লেখক হতে চায়, কেউ চায় বিজ্ঞানী হতে, কেউবা হতে চায় স্বনামধন্য রাজনীতিবিদ, ধনাঢ্য ব্যবসায়ী, বিখ্যাত খেলোয়ার। কেউ চায় বড় চাকরি, কিংবা উপযুক্ত জীবনসঙ্গী এবং আরো কত কি। আর এসব অর্জনের নেশায় তার ঘুম হয় না। এটাও এক প্রকার স্বপ্ন।
আবার কিভাবে এতসব অর্জন করা যাবে, ঘুমের ভিতরে মানুষ এর উপায় খুঁজে পেতে পারে। এটাও স্বপ্ন। আর এভাবে স্বপ্ন দেখে বহু বিজ্ঞানী দুনিয়া কাঁপানো প্রযুক্তির আবিষ্কার করেছেন, অনেকে অনেক অজানা বিষয়ের সন্ধান পেয়েছেন, সমস্যার সমাধানের উপায় খুঁজে পেয়েছেন, হারানো রাজ্য পুনরুদ্ধারের সূত্র পেয়েছেন, এমনকি নোবেল পুরস্কারও পেয়েছেন। কথা হল ঘুমের মধ্যে কিভাবে সফল মানুষেরা অজানা বিষয়ের আগাম সংবাদ পেয়েছেন? সেইসব ঐতিহাসিক গল্প এই বইয়ে বলা হয়েছে।
ঘুমের মধ্যে স্বপ্নে আপনিও এরকম মহৎ এবং বৃহৎ ধারণা পেতে পারেন। এই বই আপনাকে সেইরকম স্বপ্নের জগতে নিয়ে যাবে। আপনি সেই স্বপ্নের চারণভূমিতে বিচরণ করবেন। এবং এই স্বপ্নই আপনাকে বলে দেবে আপনি কিভাবে সফল হবেন।
কি করবেন বুঝতে পারছেন না অথবা একাধিক অপশনের মধ্যে কোনটা আপনার জন্য ভালো হবে বাছাই করতে পারছেন না-আপনি যদি এ জাতীয় সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন ঘুমের ভিতর স্বপ্ন আপনাকে সঠিক সিদ্ধান্তটি জানিয়ে দেবে। ঘুমের স্বপ্ন আপনাকে বলে দিবে কি উপায়ে আপনি সফল ও সার্থক হবেন। এই বই আপনাকে এ জাতীয় স্বপ্নের প্রক্রিয়াটাও বলে দিবে। বলে দেবে তার সিক্রেটস, সিক্রেটস অব ড্রিম।