সময়টা ২০১৩। ইসলামি ফাউন্ডেশন থেকে প্রকাশিত ‘অগ্রপথিক’ পত্রিকায় প্রতিমাসে দিবস নিয়ে লিখছি। কথায় আছে, আমরা বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। প্রতিমাসে ৮-১০ এমনকি ১৫-১৬টি দিবস রয়েছে, তাই নিয়ে ছোট করে করে একটা লেখা রেডি করে দিতাম। বছর শেষের দিকে ভাবনা, সামনে কী নিয়ে লিখব?
অতঃপর, ২০১৪ সালে শুরু করি বিখ্যাত ব্যক্তিদের নিয়ে লেখা। জানুয়ারিতে জন্ম ও মৃত্যু তারিখ আছে, এমন সাহিত্যের ব্যক্তিদের নিয়ে ছোট ছোট করে একটা লেখা পাঠাতাম ‘অগ্রপথিক’ পত্রিকায়। লিখতে হলে পড়ার কোনো বিকল্প নেই। বাংলা সাহিত্যের ব্যক্তিদের নিয়ে পড়তে গিয়ে নারীদের সাহিত্য জীবনগুলো আমায় খুব ভাবায়। বর্তমান সময়ে আমরা হাতের নাগালে অনেক কিছু পেয়েও কতটা অধৈর্য হয়ে যাচ্ছি। আর আমাদের উত্তরসূরিরা হাজার প্রতিবন্ধকতা এড়িয়ে, সমাজের অনেক বাধা উপেক্ষা করে নিজেদের জায়গা তৈরি করেছেন আর সেজন্যই বাংলা সাহিত্যে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা।
তাদের নিয়ে আরও পড়া শুরু করি। ভাষা আন্দোলন, মুক্তির আন্দোলনসহ সবকিছুতেই নারীর অবদান অনেক। কিন্তু বাস্তবে নারীরা প্রচার প্রকাশ থেকে দূরে আছে অনেক। নারীদের নিয়ে কাজও হয়েছে খুব কম। সে ভাবনা থেকে নারীদের নিয়ে আমার কাজ। ১৬ জন মুক্তিযুদ্ধের নারীদের নিয়ে লিখেছি ‘একাত্তর ও নারী’ বইটি (প্রকাশ-২০১৮)। ২১ জন ভাষা আন্দোলনের নারীদের নিয়ে লিখেছি ‘ভাষা আন্দোলনের নারী-ভাষাকন্যারা’ (প্রকাশ-২০২৪)। এরপর পাণ্ডুলিপি রেডি করেছি ‘বাংলা সাহিত্যের কলমকন্যারা’। মূলত এই লেখাগুলো আমি ২০১৪ থেকেই শুরু করি। এরপর একাত্তরের কন্যা, ভাষাকন্যা ও কলমকন্যাদের আলাদা করি। ইচ্ছা আছে, বাংলা সাহিত্যের একশোজন কলমকন্যাদেরকে এক মলাটে নিয়ে আসা। এ ধরনের কাজ আগে হলেও সেটা সম্পাদিত হয়েছে। এই শত কলমকন্যাদের নিয়ে আমি নিজেই লিখছি আর লিখব।
শত কলমকন্যাকে নিয়ে একটা বই করা সহজ হবে না বলে চার পর্বে ভাগ করি। এই পাণ্ডুলিপিটা হলো প্রথম পর্ব। এ পর্যন্ত ৩৬ জনকে নিয়ে লিখেছি। বাছাই করে ২৫ জনকে এখানে রাখা। তাদের নামের প্রথম অক্ষর দিয়েই সূচিপত্র সাজানো হয়েছে। তাদেরকে নিয়ে পড়তে গিয়ে অনেকের লেখা পড়েছি, তাদের বই পড়েছি। নিজের মতো করে সাজিয়েছি। কারো কারো সাথে শব্দ-বর্ণ মিলে যেতে পারে, এমনকি বাক্যও। তবে আমি আমার ভাবনাচিন্তা দিয়ে সাজিয়েছি লেখাগুলো। কাকতালীয়ভাবে কারো লেখার সাথে মিলে গেলে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে জানালে পরক্ষণে তা সংশোধন করে নিব। “চেষ্টা করেছি বইটির তথ্যগুলো যাচাই-বাছাই করেই দিতে, তবুও কোন তথ্য ভুল থাকলে আশাকরি পাঠক তা জানাবেন, তাহলে সংশোধন করে নিতে পারবো।”