কিশোরকাল থেকেই কবিতার সাথে পথচলা। সঠিক তারিখ মনে না থাকলেও এটুকু মনে আছে আমি তখন প্রাইমারি স্কুলের ছাত্র। মাঝে মাঝে মনে হয় কবিতা লিখেই বাকি জীবন পার করব। কবিতা পড়া, কবিতা লেখাÑসবই যেন আমার মধ্যে মিলেমিশে একাকার। কাব্যভাবনা আমার আজীবনের সঙ্গী। মা-মাটি-মানুষের এই দেশ, সমসাময়িক সমাজ, মানবপ্রেমÑএসব আমার কবিতার উপজীব্য বিষয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমার যা করণীয় তা আমি আমার কবিতায় লিখতে চেষ্টা করি। যাতে করে আমার পাঠকরাও এ কবিতা পড়ে সমাজে তাদের দায়বদ্ধতা পূরণ করতে উৎসাহী হয়।
কবিতার শিশমহল আমার প্রকাশিত দ্বিতীয় কবিতা গ্রন্থ। স্বদেশপ্রেম, মানবতা, সমসাময়িক সমাজ, ব্যক্তিগত দর্শন, প্রেমÑএসব নিয়েই আমার এবারের কবিতার বই কবিতার শিশমহল-এর আয়োজন।
এই বইয়ে সংকলিত প্রতিটি কবিতা এক একটি বিচিত্র জগতের দরজা উন্মুক্ত করে দেয়। এই কবিতাগুলি বিভিন্ন রকম ভাবনা, অভিজ্ঞতা এবং অনুভূতির মিশ্রণ। কিছু কবিতা প্রেমের আরাধনায় পূর্ণ, কিছু কবিতা সংগ্রামের, আবার কিছু কবিতা ক্ষোভ বা প্রতিবাদের আওয়াজ শোনায়। কিন্তু সর্বোপরি, প্রতিটি কবিতা হৃদয়ের এক গভীর অনুভূতি থেকে উঠে এসেছে।
লেখকের মনের মধ্যে যে মেঘ জমে, তা শব্দের আকার ধারণ করে কবিতায় পরিণত হয়। প্রত্যেক কবিতা এক একটি বাতিঘর, যা পাঠককে আলো দেয় এক অজানা পথেÑএক নতুন চেতনায়। কবিতার মধ্যে এমন একটি জাদু আছে, যা পাঠককে তার নিজস্ব ভাবনা ও অনুভূতির দিকে আবারও ফিরে নিয়ে যায়, এক নতুন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখাতে সাহায্য করে।
আমার এই কবিতার বইটি সেই সমস্ত পাঠকদের জন্য, যারা জীবনের নানা দিককে আরও নিবিড়ভাবে অনুভব করতে চান। আমি বিশ্বাস করি, প্রতিটি কবিতার মধ্যেই কিছু না কিছু মর্মস্পর্শী বার্তা থাকে, যা আমাদের নিজেদের সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়। কবিতা কখনো আপনাকে হাসাবে, কখনো কাঁদাবে, কখনোবা ভাবাবে, তবে তা নিশ্চিত যেÑএটি আপনাকে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করবে।
সবার কাছে দোয়াপ্রার্থী। আমি যেন কবিতার সাথেই থাকতে পারি আজীবন। সর্বোপরি আমার লেখা কবিতার শিশমহল কবিতার বইয়ের একটি কবিতাও যদি কারও কাছে ভালো লাগে তাহলে আমার এ পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
কবি জাকির মুরাদ ১৯৭৪ সালের ১৫ জুন নরসিংদী জেলার পলাশ থানার অন্তর্গত বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত শফিউদ্দিন। জন্মের পর গ্রামের সবুজ-শ্যামল পরিবেশে বেড়ে ওঠেন এ কবি। পড়াশোনাও করেন গ্রাম সংলগ্ন স্কুল-কলেজে। ভাওয়াল জামালপুর মহাবিদ্যালয় থেকে বিএ পাশ করেন ১৯৯৪ সালে। স্কুল জীবন থেকেই লেখালেখি করে আসছেন। ইতিমধ্যেই লিখে ফেলেছেন অসংখ্য কবিতা। তিনি পলাশ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য। বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। সৃজনশীল সাহিত্য সংগঠন 'জোনাকি'র সক্রিয় সদস্য। কবি জাকির মুরাদ নরসিংদীর সর্ববৃহৎ অনলাইন সংগঠন 'হৃদয় আমাদের নরসিংদী'-এর সদস্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুখ্য সচিব এবং বিশিষ্ট লেখক ও গবেষক জনাব এম সিরাজউদ্দিন মিয়া কবির চাচাতো ভাই। অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত 'মাগো তোমায় ভালোবাসি' কবির প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ।