সাহিত্য ব্যঞ্জন এবং সাহিত্য ব্যঞ্জন পরিষদ এর পক্ষ থেকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা “সাহিত্য ব্যঞ্জন” এর সকল লেখক - পাঠক কে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
সাহিত্য ব্যঞ্জন প্রকাশন কর্তৃক “ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী সাহিত্য ব্যঞ্জন” প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর/২০২৩ এবং দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয় ডিসেম্বর/২০২৩। তবে এখন থেকে “সাহিত্য ব্যঞ্জন” প্রকাশিত হবে “সাহিত্য ব্যঞ্জন পরিষদ” এর উদ্যোগে।
“সাহিত্য ব্যঞ্জন পরিষদ” একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক প্রগতিকামী জাতীয় আত্মানুসন্ধানী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন। আবহমান সাহিত্য জীবনের ধারাবাহিকতায় বাংলাদেশের আত্মা অনুসন্ধানী ও সমকালীন মুক্তচিন্তায় এক গৌরবময় সাহিত্য জাগরণে এক নতুন যুগ সৃষ্টির সময় নির্মাণ করতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন “সাহিত্য ব্যঞ্জন পরিষদ” এর সৃষ্টি। তথাকথিত ঐতিহ্য রক্ষার প্রতি আনুকুল্য প্রদর্শন নয়, সাহিত্য ব্যঞ্জন পরিষদ লোকায়ত ঐতিহ্য শিল্প, সাহিত্য ও সংস্কৃতি কে মূলধারার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি হিসেবে ব্যক্ত করবে এবং বিকাশমান বিজ্ঞান-প্রযুক্তির অনুসৃতি, রসায়ন ও নবায়ন ঘটাবে।
আমাদের সাথে যুক্ত হয়েছেন গুণী ব্যক্তিত্ব প্রখ্যাত কার্টুনিস্ট ও সাহিত্যিক আহসান হাবীব, রম্য লেখক সত্যজিৎ বিশ্বাস, কথাসাহিত্যিক ইমন চৌধুরী, কার্টুনিস্ট কাওছার মাহমুদ, লেখক নারগিস দোজা। সমৃদ্ধ করেছেন আমাদের উপদেষ্টা পরিষদ।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিবেদিত প্রাণ ২১ জন সদস্য নিয়ে গঠিত আমাদের কার্যনির্বাহী পরিষদ। এছাড়াও শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের নিয়ে আছে আমাদের সাধারণ পরিষদ। উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এবারের আয়োজনে চমকপ্রদ সাড়া পেয়েছি, লিখেছেন অগ্রজ-অনুজ অনেকেই। তবে সীমাবদ্ধতার কারণে কিছুটা কঠোর হতে হয়েছে, সম্ভব হয়নি সকলের লেখা প্রকাশের।
সর্বাত্মক চেষ্টা ছিল একটি নির্ভূল পত্রিকা সকলকে উপহার দেওয়ার, তবুও মুদ্রণজনিত অনাকাঙ্খিত ভূল যদি থেকে থাকে বিনীতভাবে আমি সকলের নিকট ক্ষমাপ্রার্থী। যারা নানাভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন সকলের নিকট আন্তরিক কৃতজ্ঞ।
‘সাহিত্য ব্যঞ্জন’ এবং ‘সাহিত্য ব্যঞ্জন পরিষদ’ আমার, আপনার সকলের। সবসময় সাথে থাকবেন এই প্রত্যাশা।