কবিতা মনের কথা বলে। হৃদয়ের মাঝে আন্দোলিত হয়ে দোলা দেয় প্রেম, বিরহ, ব্যথা, বেদনা, প্রতিবাদ, প্রতিরোধ, স্বদেশ চেতনা, বিপ্লব, পাওয়া না পাওয়ার লক্ষ কোটি কথামালা। কবিতা হলো এসবের প্রতিচ্ছবি-অনুভূতি প্রকাশের একটি মাধ্যম, যেখানে অনেক কথা স্বল্প পরিসরে প্রকাশ করে বিশাল ভাবনার জগৎ খুলে দেয়। সাধারণ মানুষ তার অজস্র অভিব্যক্তি গুছিয়ে কোথাও প্রকাশ করে না বা করতে সমর্থ হয় না। সব কথা হৃদয়ের গহীনে থেকে যায়। বিশেষ কয়েক ব্যক্তি মানুষের ভাব, আবেগ, অনুভূতি, চিন্তা চেতনার প্রকাশ নিয়ে শব্দের পর শব্দ, উপমা দিয়ে লিখে যা কবিতা। অন্য মানুষের হৃদয়ে, পুঞ্জীভূত ভাবনা নিয়ে ভাবেন, কাল্পনায় আঁকেন তারপর পাতায় লিপিবদ্ধ করেন তিনি কবি।
মানুষের জীবনের সঙ্গী কবিতা। মানুষ ভিতরে ভিতরে একা, পরিবারের মাঝেও একা এবং একাকিত্বের জ্বালা অনুভব করে। নিজের সাথে লক্ষ কোটি কথা বলতে থাকে। আকাশের দিকে তাকিয়ে মেঘমালার আসাযাওয়া, নারী পুরুষের প্রেম ও বিচ্ছেদ, প্রকৃতির রূপ বদলে যাওয়া, নানা আবেগ, অনুভূতি এবং ছুটে চলা প্রতিষ্ঠা পাওয়ার নিমিত্তে, সাগর, নদী, বৃক্ষ, সৃষ্টিকর্তার আদেশ, এরকম লক্ষ কথামালা কবিতা। এখানে কবিতায় প্রতিবাদ, সমাজসংস্কার, প্রেম, বিরহ, প্রার্থনা, পাওয়া না পাওয়ার আক্ষেপ ইত্যাদি সহজ, সাবলীল এবং নানা অলংকারে প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ তারুণ্যের শক্তি এর কবিতার শব্দগুলো সাবলীল ও নির্জাস অভিব্যক্তি যা তরুণের রক্তে ঢেউ খেলে। এই কবিতাগুলো পাঠককে সংস্কার করার প্রেরণা জোগাবে, দেশপ্রেম গভীরভাবে অনুভব করবে, প্রেমের বাতি জ্বলে উঠবে এবং বিরহে হৃদয়ে ঝড় তুলবে, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ফুটে উঠবে। সাদামাঠা পরিবেশে কল্পনার জগৎ বাস্তব ও বিস্ময়করভাবে চেনা-জানা জগৎ মনে হবে। তরুণ্যের শক্তি প্রকাশে বন্ধু, সহকর্মী, অনেক অগ্রজ, অনুজ উৎসাহ প্রেরণা ও পরামর্শ দিয়েছেন। তাঁদের সকলের প্রতি ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
মোঃ জাকির হোসেন, যশোর জেলার শাশা উপজেলার খাজুরা গ্রামে একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক ১৯৮৭ সালে পাশ করেন। ১৯৯০ সালে মাইকেল মধুসূদন কলেজ, যশোর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯১-১৯৯২ সেশনে গণিত বিভাগে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএস এর মাধ্যমে সরকারি কলেজে যোগদান করেন। প্রথমে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ (২০০৫-২০০৮)। এরপর নরসিংদী সরকারি কলেজ (২০০৮-২০১৫) এবং সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ (২০১৫-২০২৪) পর্যন্ত অধ্যাপনা করেন। বর্তমানে সরকারি তিতুমীর কলেজ, ঢাকাতে সহযোগী অধ্যাপক পদে গণিত বিভাগে কর্মরত আছেন। তিনি একটি অনলাইন প্লাটফর্মে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এর National Curriculum কে অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। তিনি Content Writing and Communication Skill's নিয়ে কাজ করতে পছন্দ করেন। তিনি জীবনমুখী শিক্ষা এবং সামাজিক বৈচিত্র্যময় দর্শনকে উজ্জীবিত করে এমন প্লাটফর্মে বিচরণ করেন। তিনি নরসিংদী সরকারি কলেজে অধ্যাপনা করার সময় ২০১৩ এবং ২০১৪ সালে NCTB থেকে অনুমোদিত উচ্চ মাধ্যমিক গণিত (১ম ও ২য়) পত্রের লেখকদের মধ্যে একজন যা কাজল ব্রাদার্স কর্তৃক প্রকাশিত।