১। “এই কবিতাগুলো আমাদের সময়ের প্রতিবিম্ব। বলা যেতে পারত, উত্তরাধুনিক; যদিও এই আধা-সামন্ত, আধা-পুঁজিবাদী, সংজ্ঞাহীন সময় ও সমাজকে কোনো অভিধাতেই সনাক্ত করা যায় না। এই কবিতা আজকের মানুষের মন-মনন, অবচেতন এবং স্বপ্নের প্রতিবিম্ব। সুমন শাম্স বারুদের বিসংবাদে আমাদের বারুদদগ্ধ, ব্যথাদীর্ণ ব্যক্তিমানুষের গোপন হৃদয়কে উন্মুক্ত করেছেন। পাঠক এ ধরনের কবিতার সঙ্গে সহজেই নিজেকে আবিষ্কার করতে পারেন। ইঙ্গিতপূর্ণ, অনুচ্চকণ্ঠ, প্রতীকধর্মী এই কবিতাগুলো খুবই আধুনিক, আধুনিকোত্তর। প্রিয় পাঠক, কবিতা পাঠের শুদ্ধ আস্বাদের জন্য এই কাব্যগ্রন্থে চোখ রাখুন, মনোনিবেশ করুন। এই কবিতাগুলো জলের মতো আপনার মনের মধ্যে ঘুরে ঘুরে কথা কইতে থাকবে।”
- আনিসুল হক, কথাসাহিত্যিক
২। “ সুমন শাম্সের কবিতা জনপ্রিয় হবে কিনা জানি না, কিন্তু মরবে না। সুমনের কবিতা প্রজ্জ্বলিত আগুন নয়, বিভা; উত্তাপ নয়, উষ্ণতা; প্রকাশ নয়, আলো আঁধারির অচেনা ইঙ্গিত। সুমনের কবিতায় স্পার্ক নেই, আছে ভেদযোগ্য স্পিøন্টার ও দ্রোহের আস্ফালন। স্পার্ক ত্বকে সাময়িক উত্তাপ ছড়ায়; কিন্তু স্পিøন্টার ত্বক ভেদ করে ঢুকে যায় শরীরের গহন কোষে। সল্য চিকিৎসক যে স্পিøন্টারকে কখনো আর শরীর থেকে বের করে আনতে পারেন না। থেকে যায় চিরদিনের মতো। বিপুল বেদনার অনুভব হয়ে। সুমনের কবিতা তেমনই হৃদয়বেদ্য। তবে হৃদয়ের উপরিতলের নয়, প্রকোষ্ঠের অতল ভেতরের। প্রকোষ্ঠের ভেতরের কবিতা হৃদয়ে চিনচিনে বোধ জাগায়। বোধ ও বেদনার যে নিদারুণ অনুভব কোনোদিন কাউকে ছেড়ে যায় না।”
সুমন শাসের জন্ম ১৯৮৭ সালের ৫ আগস্ট। রাজশাহী জেলার বোয়ালিয়া থানার উপশহরে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। শূন্য দশক থেকে শুরু করলেও মূলত দ্বিতীয় দশক থেকে বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সক্রিয়। সাহিত্যের ছোটকাগজ 'ধ্রুব'র সম্পাদক। সুমন শাম্স বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। এছাড়াও গীতিকার হিসেবে হিন্দুস্তান রেকর্ডস এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। টেলিভিশন নাটক ও টেলিফিল্মে তাঁর লেখা গান প্রচারিত হয়েছে। সুমন শাসের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১টি। প্রকাশিত কাব্যগ্রন্থ তিথির অতিথি (২০০৯) একটি তারার নিচে ভীষণ রাত (২০১২) কবির অক্ষরে লেখা ছিলো না (২০১২) ঘাই মানবের শিকারকাব্য (২০১৭) আত্মার পদাবলি (২০১৮), বিশ ফাগুনের দহন (২০১৮) কাব্যসংগ্রহ-১ (২০১৯) প্রকাশিত গল্পগ্রন্থ ছুরির ওপাশে সভ্যতা (২০১৮) প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কবিতার নিয়তি ও ব্যক্তিগত রবীন্দ্রনাথ (২০১৮) প্রকাশিত ছড়াগ্রন্থ খুকু তোর জন্য (২০২০) পুরস্কার ও সম্মাননা শালুক সাহিত্য পুরস্কার (২০১৯), কবি ওমর আলী পদক (২০১৯) ধ্রুব সাহিত্য সম্মাননা (২০০৯), চিহ্ন সম্মাননা (২০১৩) তুর্যনিনাদ সম্মাননা পদক (২০১৯), কণ্ঠস্বর সম্মাননা (২০১৯)