রাসেল আহমেদ - মেদহীন একটি নাম। আলংকারিক নাম তো একদমই নয়। বৃহত্তর পাঠক শ্রেণির কাছেও তেমন পরিচিত নন। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর নিজের বহুমাত্রিক অনুসন্ধানী প্রতিবেদনের মলাটবন্দী প্রয়াসের সুবাদে পাঠকমাত্রই একজন সৃষ্টিশীল ও পরিশ্রমী গণমাধ্যমকর্মীর সাক্ষাৎ পাবেন। এমনকি পরিচিতজনরাও সাংবাদিক হিসেবে তাঁকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন।
পাঠকের হাতে আসার আগেই বর্তমান ‘আমার সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদন’ গ্রন্থের পান্ডুলিপি আমি পুরোটা পড়েছি। বিষয়-বৈচির্ত্য ও অনুসন্ধানের প্রক্রিয়াগত দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে ছিলেন দৈনিক বাংলায়। বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক সমকাল ও জাগরন পত্রিকার রূপগঞ্জের প্রতিনিধিত্ব করেছেন। ঢাকাভিত্তিক নিউজপোর্টাল ‘নিউজ১৯৭১’-এ খোদ রাজধানীতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এ সকল গণমাধ্যমের মোট ১১০টি অনুসন্ধানী প্রতিবেদন এই গ্রন্থে ঠাঁই পেয়েছে।
জনশক্তি রফতানির আড়ালে মানবপাচার, জায়গা-জমির দালালচক্রের কারসাজি, সম্পত্তি নিয়ে রক্তখেলা, বাল্যবিয়ের নামে বিপন্ন শৈশব, বজ্রপাত ঠেকাতে তালগাছ রোপন প্রকল্পের অনিয়ম, অপ্রয়োজনীয় সেতু নির্মাণের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয়, সুন্দর জীবনে আত্মহত্যার গ্লানি, সভ্য সমাজে যৌতুকের অসভ্য কৌতুক, মাদকের নীলবিষ, সর্বনাশা জুয়া, পুলিশের চাঁদাবাজি, জনতার প্রতিনিধির গণবিরোধী কর্মকান্ড, বনের জায়গা বেদখল, হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্ম্য, মসজিদ থেকে জুতা চুরিতে সংঘবদ্ধ চক্র, রোহিঙ্গাদের ফেরারী জীবন - কী নেই তাঁর প্রতিবেদনে। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি ও অনুসন্ধিৎসু মন প্রতিটি প্রতিবেদনকেই করে তুলে চোখে আঙ্গুল নির্দেশক।
রাজধানীর উপকণ্ঠে শীতলক্ষ্যা ও বালু নদী বিধৌত রূপগঞ্জের সন্তান। সাংবাদিকতার পত্তন ও মৌলক্ষেত্রও রূপগঞ্জ। তবে সংবাদের শেকড় অব্দি বিচরণ তাঁর নেশা। সে কারনে সাংবাদিকতার গন্ডিও রূপগঞ্জ ছাড়িয়ে গেছে অনেক আগেই। রাজধানীতেও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন। মোহ ও আপসকামিতার উর্ধ্বে থেকে কালক্রমে হয়ে উঠেছেন একজন ব্রতচারী সাংবাদিক। একটি বেসরকারি গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠানের ফেলো তিনি। তাঁর বর্তমান কর্মস্থল দৈনিক কালের কণ্ঠ তাঁকে ২০২৪ সালের জন্য ‘সেরা কর্মী’ হিসেবে পুরষ্কৃত করে।
জন্ম ০১ জানুয়ারি ১৯৮৮। পিতা- অলিউল্লাহ; মাতা- আম্বিয়া আক্তার। জন্মস্থান- স্বরমুশিয়া, আটপাড়া, নেত্রকোনা (মাতুলালয়)। পড়াশোনা- হিসাববিজ্ঞান শাস্ত্রে । প্রথম প্রকাশিত কবিতা- মুখলেছুর রহমান ধন সম্পাদিত দৈনিক জননেত্র পত্রিকায় “সবার উপরে সম্মান”- ২০০১। তারপর থেকে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক পত্রিকায় ও ম্যাগাজিনে নিয়মিত কবিতা, গান ও ছোটগল্প প্রকাশিত হচ্ছে। পেশা- লেখালেখিটাই পেশা হিসেবে পছন্দ। পছন্দ- আড্ডা দেওয়া ও বইপড়া। শখ- ভ্রমণ।