প্রতিটি লেখকেরই প্রত্যাশা থাকে তার লেখা বইটি যেনো পাঠক প্রিয় হয়, বইটি যেনো পৌঁছে যায় সকল পাঠকের হাতে হাতে।
বিগত বছরগুলোতে আমার প্রত্যাশাটাও এর ব্যতিক্রম ছিলো না, তবে এবারের ব্যাপারটা খানিক ভিন্ন। হয়তো এবার আমি মন থেকে পুরোপুরি ভাবে চাইছিই না আমি একলা হতে চাই বইটি পৌঁছে যাক প্রতিটি পাঠকের হাতে।
জানি ভাবনাটা স্রোতের বিপরীতে হলেও
এটাই অন্তস্থলের অকৃত্রিম অনুভূতি।
আমি একলা হতে চাই বইটি কোন শিক্ষনীয় বই না, আমি হলফ করে বলতে পারি বইটি পড়ে কোন পাঠকের মুখে হাসি ফুটবে না।
বরং কারো মন খারাপ থাকলে, সেটা আরো তীব্র আকার ধারণ করবে বইটি পড়ে। বইটি আপনার ডুবে যাওয়া বিষন্নতাকে জাগিয়ে তুলবে বইটি আপনার সেরে যাওয়া ক্ষতগুলোতে আবার নতুন করে আঘাত করবে।
বইটি হয়তো আপনাকে সেইসব দিনে নিয়ে যাবে
যেইসব দিনে আপনার বাঁচতে ভীষণ কষ্ট হচ্ছিলো।
বাস্তবতার প্রলেপে যেই স্মৃতিগুলো ঢেকে আপনি আবার সবেমাত্র চলতে শুরু করেছেন, এই বইটি হয়তো সেই স্মৃতিগুলো আবার জাগিয়ে তুলবে।
একজন মানুষ হিসেবে আমি কখনোই চাইবো না কারো রুহের আত্মচিৎকার এতটাই বীভৎস পর্যায়ে চলে যাক যে তার আমি একলা হতে চাই বইটির পাতা উল্টাতে হচ্ছে।
কিংবা বইটি পড়ে কেউ ফিরে যাচ্ছে সেই সব দিনে, যে সব দিনগুলোতে নিঃশ্বাসটুকু নিয়ে কোন রকম বেঁচে থাকাটা কঠিন হয়ে পরেছিলো।
বইটি হয়তো কান্না ভুলে নতুন করে হাসতে পারা মানুষটাকে, ক্ষনিকের জন্য হাসতেই ভুলিয়ে দেবে।
তাই জীবনে আধারটা কেটে গেলে
আমি একলা হতে চাই বইটির থেকে আপনার বরং দূরত্ব বজায় রাখাই শ্রেয়।
এবার আসি বইটি তবে আমি কেন লিখলাম ?
মাত্র গুটি কয়েকদিনে লেখা এই বইটি, আমি আসলে কেন লিখলাম এর উত্তর আমি এখনো একপ্রকার হন্নো হয় খুঁজে যাচ্ছি।
হয়তো সামনেও খুঁজে যাবো হয়তো উত্তরটা
খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন নিঃশ্বাসের অনুমুতি ফুরিয়ে যাবে।
যদিও জীবনের চলমান পরিস্থিতির সাথে বইটির মিল খুঁজে পাবেন যারা, তাদের অশ্রুগুলোর সাথে বেশ ভালো সন্ধি হবে বইটির।
তবু আমি চাইনা কখনো কেউ মিল খুঁজে পাক।
চাই না কখনো কেউ তীব্র মন খারাপ নিয়ে বইটির পাতা উল্টে পাল্টে এক বুক দীর্ঘশ্বাস নিয়ে বলুক আমি একলা হতে চাই বইটির প্রতিটি লাইন গুলো যেনো আমারি কথা।
নিজের লেখা বই নিয়ে কোন লেখকের
ইতিপূর্বে এতটা অভিমান ছিলো কিনা জানা নেই
তবে আমার আছে, আমার থাকবে, থেকে যাবে।