২০২৪ সালের ডিসেম্বরের ০৪ তারিখে, ম্যানহাটনে 'ইউনাইটেড হেলথ' গ্রুপের সিইও'কে গুলি করে হত্যা করা হয়! সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একটা অংশ, যেই ঘটনায় কোরি ডকটোরো'র লেখা 'র্যাডিক্যালাইজড' গল্পের মিল পায়! কীভাবে?
২০১৯ সালে লেখা কোরি ডকটোরোর এই 'র্যাডিক্যালাইজড' উপন্যাসিকা আমেরিকার স্বাস্থ্যখাতের দুর্নীতি আর গোটা সিস্টেমের নাজুকতা নিয়ে একটা পলিটিকাল-ড্রামা, ডিস্টোপিয়া মেশানো গল্প! তাতে দেখা যায়, ডার্ক ওয়েবে গড়ে উঠা ব্লগারদের একটা দলের সদস্যরা একের পর এক হামলা করছে আমেরিকার সিনেটর, স্বাস্থ্যখাতের আমলা, নির্বাহী কর্মকর্তাদের উপর! কারণ, এরা সবাই সেই লোক যারা ক্যান্সারে তাদের স্বামী/স্ত্রী/সন্তান/মা/বাবা/ভাই/বোন বা কোন না কোন প্রিয়জনকে হারিয়েছে কিংবা হারাতে যাচ্ছে। ক্যান্সারের চিকিৎসার জন্য বীমা কোম্পানিগুলো ফুটো কড়িও ব্যয় করতে রাজি নয়। নিজের স্ত্রীর ক্যান্সারের সূত্র ধরে এই ডার্ক ওয়েবে ঢুকে পড়ে জো গরম্যান। এবং সাক্ষী হয় নৈতিকতার দ্বন্দ্বের, ব্যক্তিমানসের অস্থিরতার আর রাজনীতির বিবমিষা জাগানো বাস্তবতার; যা জো গরম্যানকে ঠেলে দেয় এক ড্রামাটিক গতিপথে।
বইয়ের দ্বিতীয় উপন্যাসিকা 'মাস্ক অফ দ্য রেড ডেথ' অ্যাপোক্যালিপ্টিক সায়েন্স-ফিকশন গল্প। এক ব্যবসায়ী, যে অপেক্ষায় আছে অ্যাপোক্যালিপ্সের! দূর্গ বানিয়ে তার শ্রেষ্ঠ মানব-দল দ্য থার্টি'কে নিয়ে অ্যাপোক্যালিপ্সের অপেক্ষায় সে। গোটা সমাজব্যবস্থা ভেঙেচুরে গেছে। আর সে অপেক্ষায় আছে, নতুন পৃথিবীতে বাজার কতখানি চাঙ্গা হয়ে দখল নিবে, তার! কারণ; সে জানে, বাজার, তার নিজের প্রয়োজনেই নতুন সভ্যতা আর সিস্টেম গড়ে তুলবে। বাজার সকলের সকলকিছু কেড়ে নিয়ে, দেয় গুটিকয়েককে। বাজারমুখিতাই কি তবে অ্যাপোক্যালিপ্সের মূলে! সভ্যতা কি বিলীন তবে বাজারের কাছে!