গল্প বলা বা শোনা মানুষের চিরন্তন আকাক্সক্ষা বলে আবালবৃদ্ধবনিতা প্রত্যেকেই সাহিত্যের এই শিল্প প্রকরণ থেকে পাঠকমণ্ডলী আকণ্ঠ রসাচ্ছদন করে তৃপ্ত হয়। ছোটো গল্প সময়ের হিসাবে নবীনতম হলেও এর আঙ্গিক, পরিসর, তত্ব ও তথ্য ছেটো হলেও বিন্দুর মধ্যে সিন্ধুর বিশাল অভিব্যক্তির সন্ধান পায়। মানুষের জীবন একটি বৃহৎ বনস্পতির মতোন যেখানে শাখা প্রশাখার ন্যায় হাসি কান্না, দুঃখ বেদনায় বিচিত্রমুখী অনুভূতি বিস্তারিত হয়ে কাহিনির গাঁথুনি তৈরি হয়। তাই জীবনের পরতে পরতে লুকিয়ে থাকে একাকিত্বের নিরব কান্না, আশা নৈরাশ্যের অবিসম্ভাবি ফসল, প্রেম রসোধারার অবারিত ে¯্রাত, হতাশার বিবর্ণ আখ্যান ইত্যাদি নিয়ে গড়ে উঠে শিল্প সাহিত্যের বর্ণীল আলোকচ্ছটা। জীবন সমুদ্র থেকে এক আজলা জল বা খণ্ডিত অনুচিত্র আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে স্বার্থক ছোটো গল্পের প্রাণপ্রতিষ্ঠা করে। আকারের দিক থেকে এর অবয়ব ছোটো, অনুভূতির দিক থেকে বিচিত্রমুখী, ভাবের দিক থেকে সম্পূর্ণ ও পূনার্াঙ্গ গদ্যে লিখিত কাহিনিকে সাধারণভাবে ছোটো গল্পের মেজাজ তৈরি হয়। মানুষের অন্তর্গামী ভাষার মাধ্যমে আনন্দের পায়রাগুলোর ময়ুরের মতো পেখম মেলে নাচাতে পারে, ব্যথার কণাগুলোতে জীবন নদী অবলীলায় ভরাট করে, কষ্টের বাগানে ভালোভাসার ফুল ফুটিয়ে মুগ্ধতা ছড়ায়, প্রেমের অবিনাশি ঝংকারে প্রেমানন্দে মাতোয়ারা করে ও কলমের রং তুলি দিয়ে অঁাকে ত্রিকালের বিচিত্র মনোমুগ্ধকর ছবি। এ বইটিতে কালি কলমের রং তুলির সাহায্যে মানুষের বৈচিত্র্যময় ঘটনা প্রবাহ, ক্ষুদে জীবজন্তু, জীবন ঘনিষ্ঠ নানা স্মৃতি ও বিশাল প্রকৃতির খণ্ডিত চিত্র ছোটো গল্প আকারে তুলে ধরার প্রয়াস করা হয়েছে। গল্পের রং তুলি নামক গল্প গ্রন্থটিতে অনেক গল্প থেকে বাছাই করে ৩২টি গল্প সন্নিবেশিত করা হয়েছে। নিজের লেখা ভালো মন্দ ছোটো গল্প নির্বাচন করতে বিড়োম্বিত হতে হয়েছে।