ডায়াবেটিস একটি বিপাকীয় রোগ। বিশ্বে দিন দিন ডায়াবেটিস রোগ বেড়েই চলছে। বিশেষ করে উন্নতশীল দেশগুলোতে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একেক বয়সের মানুষ একেক রকম রোগে ভোগে। ডায়াবেটিস রোগে সব বয়সের মানুষই আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে ডায়াবেটিস হবে ৭ম বৃহত্তম মরণ ব্যাধি। ডায়াবেটিস কথাটা শুনলেই সবাই আতঙ্কিত হয়ে যায়। কিন্তু ডায়াবেটিস সম্পর্কে রোগীর যদি জানাশোনা থাকে এবং রোগী যদি সচেতনভাবে জীবনযাপন করে তবে খুব অনায়াসেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতি বছর ডায়াবেটিসের কারণে সারা বিশ্বে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্বে প্রতি সেকেন্ডে ডায়াবেটিসের জটিলতায় একজন রোগী মারা যায় এবং প্রতি সেকেন্ডে ২ জন নতুন রোগী বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের শতকরা ১৪.২ জন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আধুনিক চিকিৎসা-বিজ্ঞানের এই সময় এসেও ডায়াবেটিসকে এখনো সম্পূর্ণ ভালো করা যায় না, তবে নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।
‘ডায়াবেটিস চিকিৎসা এবং প্রতিকার’ গ্রন্থটির মাধ্যমে ডায়াবেটিস রোগের জটিলতা, রোগ নির্ণয়ের পরীক্ষাসমূহ, চিকিৎসা পদ্ধতি, খাদ্যাভ্যাস ও জীবনযাপন এবং সর্বোপরি এই রোগকে কীভাবে সহজে জয় করা যায় তা সুন্দরভাবে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। তাছাড়া, সাধারণ সময়ে এবং রোজা ও হজ¦কালীন সময়ে ডায়াবেটিক রোগীর করণীয় সম্পর্কেও বলা হয়েছে। ‘ডায়াবেটিস চিকিৎসা এবং প্রতিকার’ গ্রন্থটি সহজবোধ্য করার লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি সংশ্লিষ্ট রঙিন চিত্রের মাধ্যমে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্ত করা হয়েছে। এই গ্রন্থটির মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ সহ প্রত্যন্ত অঞ্চলের পল্লী চিকিৎসক বা রুরাল মেডিকেল প্রাকটিশনার, চিকিৎসা সহকারী, কমিউনিটি হেলথ