স্বাধীনতারপর বাংলাদেশের ইতিহাসে বাঁকে বাঁকে চলতে থাকা রাজনীতির মেরুকরণের মাঝে আসে চরম এক ক্রান্তিলগ্ন ২০১৩-২০১৪ সাল। নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিলের পর টালমাটাল উত্তাল পরিস্থিতিতে বিভিন্ন শিবিরে ভাগ হয়ে কঠোর-কঠিন কর্মসূচিতে ছিল আওয়ামী লীগ-বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং প্রগতিশীল বাম
রাজনৈতিক দলগুলো।
এসময় দেশের রাজনীতির ইতিহাসে দোর্দণ্ডপ্রতাপ নিয়ে হাজির হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলাম। এরপর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জল গড়িয়েছে
বহুদূর...
সেই উত্তাল পরিস্থিতিতে লিখনী ও অন্যান্য গণমাধ্যমের হয়ে দেশের বিজ্ঞজনদের অভিমত- বিশ্লেষণে উঠে আসে রাজনীতির নানা মেরুকরণের ইতিহাস।
বর্তমান মহাসাগড়ে খড়কুটো হাতরানো পরিস্থিতিতে সেসব প্রাজ্ঞজনদের মতামত এবং চুলচেড়া বিশ্লষণে খুঁজে পাওয়া যেতে পারে নেয়ামক এবং নেয়ামত। কারণ, ইন্টারভিউগুলো দেশের যে ক্রান্তিলগ্নে গ্রহণ করা হয়েছিল সেই প্রেক্ষাপট এখনো বিদ্যমান। এমনকি মিরাকেল কিছু না ঘটলে এই প্রেক্ষাপট অন্তত আরও অনেক বছর বিরাজমান থাকবে বলে অনুমেয়।
বইটি প্রকৃত পক্ষে রাজনীতি সচেতন প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মত বা পথের মানুষই হোন না কেনো, যদি বাংলাদেশের রাজনীতির বাঁকে বাঁকে পরিবর্তন এবং মোটা দাগে দুই মেরুর বিষয়ে জানতে আগ্রহী হোন, তবে আপনাকে রাজনৈতিক বিশ্লেষক ও বিদগ্ধজনের মতামতের মাধ্যমে অনেক জানা-অজানা তথ্য নতুন করে জানতে সাহায্য করবে।
বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তি- যুদ্ধের জানা-অজানা ইতিহাস, সংবিধান ও নানা প্রেক্ষাপটে সংবিধানের সংশোধন, গণতন্ত্র ও রাজনীতি এবং রাজনৈতিক সংকট, বাংলাদেশের প্রেক্ষাপটে বামরাজনীতি বনাম ইসলামী রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পক্ষে-বিপক্ষে অভিমত, নির্বাচন পদ্ধতি, হেফাজতে ইসলাম ও গণজাগরণ মঞ্চ, পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গ, বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বইটি।