'খুঁজে বেড়াই' কবি বিমল সরকারের একাদশ কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ 'বিবর্ণ রেখা' প্রকাশের প্রায় পনেরো বছরের মাথায় এসে কবি আবার গদ্য কবিতায় লেখা কাব্যগ্রন্থ প্রকাশ করলেন। গদ্যে লেখা কবিতাগুলোয় শব্দ ও বাক্যের চমৎকার প্রয়োগের অনবদ্যভাবে কবি কখনও বলেছেন নিজের কথা, কখনও দেশের কথা, দেশের মানুষের কথা, বিশৃঙ্খলার কথা। কখনও কখনও সমাধান দেবার চেষ্টা করছেন অমিমাংসিত রহস্যের, খোঁজ করেছেন সত্য-সুন্দরের। কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে কবির জীবনে ঘটে যাওয়া দুঃসহ কিছু স্মৃতি, আছে কন্যাকে নিয়ে লেখা কবিতা। কবিতার মাধ্যমেই বলেছেন নিজের অতীতের গল্প, অস্তিত্বে লড়াই, আমিত্ব খোঁজার ব্যাকুলতা, দিন শেষে নিজের মুখোমুখি দাঁড়িয়ে সুখ-দুঃখের পরিমাপের তাড়না।
প্রবাস জীবনে প্রায় ১৬/১৭ ঘন্টা পরিশ্রম শেষে বাড়ি ফিরে পরিবারকে সময় দেবার পাশাপাশি মাতৃভূমিতে ছড়িয়ে ছিটিয়ে রাখা নানামুখী সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে দেখভাল শেষে কবিতা লেখা কিংবা কবিতা প্রকাশের ইচ্ছা অথবা কবিতা পাঠ করা খুবই কঠিন একটি হবার কথা হলেও কবির সাথে তা যেন নিতান্তই সাধারণ । এই সকল কিছুই মিলেমিশে একাকার হয়ে গেছে কবির জীবনে। বিশ্রামের থেকে পরিশ্রম বেশি করাই যেন স্বাভাবিক। কবি বিশ্বাস করেন মৃত্যুর সময়কে পরিবর্তন করার সুযোগ নেই, সুযোগ নেই মৃত্যুর পর কোন কিছু গ্রহণ করা, কাউকে কিছু প্রদান করা। তাই যা গ্রহণ করতে হবে, যা দিতে হবে, যা বলতে হবে, যা চাইতে হবে - সব কিছুই করতে হবে জীবন - মৃত্যুর এইটুকুর মাঝে। এ ভাবনায় কবিকে করেছেন অনন্য।
'খুঁজে বেড়াই' কাব্যগ্রন্থটি পাঠকের ভাবনার জগতকে প্রসারিত করবে এবং পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী।