জন্ম ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ মে ময়মনসিংহ জেলার (বর্তমান কিশোরগঞ্জ জেলা) কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে। পিতা কালিনাথ রায় ছিলেন সুদর্শন ওআরবি, ফারসি এবং সংস্কৃতে সুপণ্ডিত। মাতা জয়তারা দেবী। তাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। পাঁচ বছরেরও কমবয়সে তাঁর পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন ও নতুন নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ময়মনসিংহ জিলা স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হনপ্রেসিডেন্সি কলেজে। ১৮৮৬ সালে তাঁর সঙ্গে বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্মসমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়-এর প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর বিবাহ হয়। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে- সুকুমায়, সুবিনয় ওসুবিমল এবং সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা। প্রিন্টিং টেকনোলোজিতে তাঁর অবদান চিরস্মরণীয়। ১৯১৩ খ্রিস্টাব্দে প্রকাশ করেন 'সন্দেশ' পত্রিকা। ১৯১৫ খ্রিস্টাব্দের ২০ ডিসেম্বর মাত্র ৫২বছর বয়সে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রয়াত হন।
পুনরপিকথক পরিচিতি
স্বপ্না শিলা
জন্ম ১৯৯৪ খ্রিস্টাব্দেরর ২ মার্চ রাজশাহী জেলাধীন পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামে। মাতা মোছা. জাহানারা বেগম আরপিতা মো. শুকুর মণ্ডল। নিজ গ্রামের মায়াবী সাহচর্যে বেড়ে ওঠা শিশুসাহিত্যিক স্বপ্না শিলা বই পড়তে যেমন ভালোবাসেন, তেমন ভালোবাসেন তোমাদের জন্য মজার মজার গল্প লেখতে।তার প্রাতিষ্ঠানিক পাঠ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, দি-ম্যাটস ইন্টারন্যাশনাল, ঢাকা থেকে।
জীবনবন্ধু কবি শাহিন লতিফ ও আত্মজ শায়ান শাহান-কে নিয়ে তার সংসার জীবন।
উপেন্দ্রকিশোরের জন্ম ১২৭০ বঙ্গাব্দের ২৭শে বৈশাখ (১৮৬৩ সালের ১০ই মে) ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে, যা অধুনা বাংলাদেশে অবস্থিত। তাঁর পিতা কালিনাথ রায় ছিলেন সুদর্শন ও আরবি, ফার্সি ও সংস্কৃতে সুপণ্ডিত। তাঁর ডাকনাম ছিল শ্যামসুন্দর মুন্সী। উপেন্দ্রকিশোর শ্যামসুন্দরের আটটি সন্তানের মধ্যে তৃতীয় পুত্রসন্তান। তাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। পাঁচ বছরেরও কম বয়সে তাঁর পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন ও নতুন নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। মেধাবী ছাত্র বলে পড়াশোনায় ভাল ফল করলেও ছোটোবেলা থেকেই উপেন্দ্রকিশোরের পড়াশোনার থেকে বেশি অনুরাগ ছিল বাঁশী, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জিলা স্কুল থেকে উপেন্দ্রকিশোর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সী কলেজে। ১৯১৫ সালের ২০শে ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে উপেন্দ্রকিশোর পরলোক গমন করেন।