রুটিন অনুসরণ: বছরের শুরুতেই শিক্ষক কিংবা পিতামাতার সহায়তায় পড়ালেখার নির্দিষ্ট রুটিন তৈরি করে নিবে। যেহেতু সারা দেশের মাদরাসার সময় এক নয়, তাই রুটিনটি তোমার সুবিধামতো তৈরি করে নেয়াই ভালো।
নিয়মিত পাঠ্যবই অনুশীলন বছরের শুরু থেকেই নিয়মিত পাঠ্যবই অনুশীলন করবে।
প্রতিদিনের ক্লাসে পাঠ সেদিন আয়ত্ত করবে। মনে রাখবে, সৃজনশীল বিষয়ে ভালো নম্বর অর্জনে পাঠ্যবই পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যায়ন অত্যাবশ্যক। ক্লাসে পড়ানো বিষয়ের মধ্যে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 'জমজম একের ভিতর সব' বই থেকে অনুশীলন করবে।
পাঠ্যবই বুঝে পড়া: Text Book ভালোভাবে বুঝে পড়বে। 'জমজম একের ভিতর সব' বইটির সহায়তায় প্রশ্নোত্তর বুঝে আরম্ভ করবে। মনে রাখবে, কোনো বিষয় বুঝে পড়লে পরীক্ষার খাতায় ভুল উত্তর লেখার আশঙ্কা থাকে না।
সময় নির্ধারিত করে উত্তর লেখা প্রশ্নোত্তর অনুযায়ী সময় নির্ধারিত করে উত্তর লেখার অভ্যস্ত হতে হবে। সময় ধরে উত্তর লেখার অভ্যাস হলে পরীক্ষার খাতায় নির্দিষ্ট সময়ে সব প্রশ্নের উত্তর লেখা সহজ হবে। এই বইয়ের প্রদত্ত শিক্ষা মন্ত্রণালয়ের সৃজনশীল বিষয়ে সময় নির্ধারনের ছকটি পরিপূর্ণ অনুসরণ করবে।
সুন্দর হাতের লেখা ও বানান সতর্কতা হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় অধিক নম্বর
পাওয়া যায়। তাই হাতরে লেখা নির্ভুল ও সুন্দর করার প্রতি যত্নবান হবে; পাশাপাশি লেখার সময় বানানের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবে। এক্ষেত্রে বাক্যগঠন সহজ ও সাবলীল হলে বাক্য নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
*সুষম খাবার ও প্রয়োজনীয় বিশ্রাম: ভালোভাবে লেখাপড়ার জন্য সুস্বাস্থ্য অত্যাবশ্যক। আর এজন্য প্রয়োজনীয় নিয়মিত সুষম খাবার গ্রহণ ও প্রয়োজনীয় বিশ্রাম। বিকালে ও রাত মিলিয়ে কমপক্ষে ৭ ঘন্টা ঘুমাবে, তাহলে লেখাপড়ার ক্লান্তি আসবে না।
* খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিশুদের মানসিক বিকাশের প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময় খেলাধুলা করবে; পত্রিকা, শিক্ষণীয় ম্যাগাজিন ও গল্পের বই পড়বে। সুযোগ হলে অভিভাবকদের সাথে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে আসবে।