প্রিয় শিক্ষার্থী,
একজন রসায়ন শিক্ষক হিসেবে আমি লক্ষ্য করেছি যে ইন্টারমিডিয়েট শ্রেণির অধিকাংশ স্টুডেন্টের কাছে জৈব রসায়ন একটি ভীতিকর ব্যাপার। এই ভয় দূর করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা-"দ্য ব্লু বুক অব অর্গানিক কেমিস্ট্রি" বইটি। বইটির অনন্য কিছু বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ হলঃ
-জৈব রসায়ন আলোচনার ক্ষেত্রে বোর্ড বইয়ের ধারাবাহিকতা পরিহার করে সম্পূর্ণ নতুন ধারাবাহিকতা সৃষ্টি করা হয়েছে। যেমনঃ সমস্ত জৈব যৌগের প্রস্তুতির বিক্রিয়াগুলো এক জায়গায়, শনাক্তকরণ বিক্রিয়াগুলো এক জায়গায়, সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলো একত্রিত করে এক জায়গায় করে দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টরা পড়ে বুঝে সহজে মনে রাখতে পারে।
-টপিক শেষে হোমওয়ার্কের ছক করে দেওয়া হয়েছে। স্টুডেন্টরা হোমওয়ার্ক কমপ্লিট করে গ্রুপে জমা দিলে চেক করে দেওয়া হবে। এটি বই সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট যা স্টুডেন্টকে জৈব রসায়ন শেখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
-বিভিন্ন প্রকার অ্যালকাইল মূলক ও অন্যান্য মূলকের বিশেষ একটি অধ্যায় সংযোজন করা হয়েছে যা একেবারেই ইউনিক।
-নতুন নতুন অনেক তথ্য, খুটিনাটি বিষয়, বিভিন্ন সারণি, টিপস, ফ্লো-চার্ট ইত্যাদি সংযোজন করা হয়েছে। যেমনঃ সমস্ত কার্যকরী মূলকের বিস্তারিত আলোচনার পরে আবার সেগুলো দ্বারা অগ্রাধিকার ক্রম অনুসারে মূলকের নাম, মূলকের দ্বারা গঠিত সমগোত্রীয় শ্রেণির নাম ও সংকেত, সমগোত্রকের সংকেত এবং ইউপ্যাক নাম দ্বারা একটি চার্ট করে দেওয়া হয়েছে যা অত্যন্ত কার্যকরী। সমাণুতার ক্ষেত্রে কোন টাইপের আণবিক সংকেত দ্বারা কোন টাইপের সমাণু তৈরী হতে পারে তার নিয়মসহ বিশেষ চার্ট উদাহরণসহ সংযোজন করা হয়েছে।
-জৈব রসায়নের সকল বিক্রিয়া কৌশলের বিস্তারিত আলোচনার পূর্বে কোন শ্রেণির জৈব যৌগ কোন বিক্রিয়া কৌশল অনুসরণ করবে তার উদাহরণসহ ফ্লো-চার্ট সংযোজন করা হয়েছে।
-একটি সমগোত্রীয় শ্রেণি কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার উদাহরণসহ বিক্রিয়াগুলোকে আলাদাভাবে সাজানো হয়েছে।
-বিভিন্ন নেমিং রিয়্যাকশন্স এক জায়গায় করে দেয়া হয়েছে।
-টপিক সংশ্লিষ্ট সাতটি সেক্টরে আলাদা আলাদাভাবে সর্বমোট ৩৯৬ টি এমসিকিউ প্রশ্ন সঠিক উত্তরসহ সংযোজন করা হয়েছে।
-একটা উদ্দীপক দিয়ে কতগুলো সিকিউ তৈরী করা যেতে পারে তার উদাহরণসহ নমুনা উত্তর সংযোজন করা হয়েছে।
-সোজাসাপ্টা পাঁচটি রিয়্যাকশন ম্যাপ সংযোজন করা হয়েছে।
এছাড়াও আরো বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে যা সত্যিই বইটিকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। সুতরাং জৈব রসায়নকে সহজে আয়ত্ব করে রসায়ন দ্বিতীয় পত্রে নিরানব্বই পার্সেন্ট নম্বর পেতে চাইলে সংগ্রহ করতে পারেন "দ্য ব্লু বুক অব অর্গানিক কেমিস্ট্রি" বইটি।