কবি গোলাম কিবরিয়া রচিত সুখতপ্ত সারসীর ঠোঁট, কাব্যগ্রন্থটির পাণ্ডুলিপি পাঠ করলাম। এই কাব্যগ্রন্ধটিতে মোট ৪৫টি কবিতা ঠাঁই পেয়েছে। কবিতার বিষয়বস্তুতে বেশ বৈচিত্র্য রয়েছে। এতে রয়েছে প্রেম ও ভালোবাসার কবিত, স্বাধীনতার কবিতা, আছে প্রকৃতি ও পরিবেশের কবিতা। কবি তার এই কবিতার মাধ্যমে সমাজ ও দেশের সামগ্রিক অবস্থার চিত্রায়নের প্রয়াস নিয়েছেন। তিনি একজন মানবতাবাদী কবি, সেকারনে সমাজের নানা অসঙ্গতি ও নিপীড়ন এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশা নিয়েও বিভিন্ন কবিতায় শক্ত বক্তব্য রেখেছেন। তিনি বৈষম্যহীন, সমতাভিত্তিক একটি সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রের প্রত্যাশা রাখেন বলে বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে কাব্যিক সুরে কথা বলেছেন। মানব মানবীর হৃদয়ের মণিকোঠায় সুপ্ত যে প্রেমবোধ; সেটিকেও তিনি তাঁর কবিতায় অভিব্যক্ত করেছেন বিভিন্ন উপমায়। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতও কিছু কবিতায় জোরালোভাবে ফুটে উঠেছে। কবির ইতিহাস চেতনাবোধও প্রবল বলে মনে হয়। বিভিন্ন আবেগঘন লুপ্তপ্রায় শব্দ ও বাগবিধি এবং উপমা ব্যবহার করে কবি তাঁর রূপকাত্মক প্রেমের কবিতা সাজিয়েছেন আকর্ষণীয়ভাবে। কবিতাপ্রেমী সকল শ্রেণি-পেশার পাঠককে বিবেচনায় নিয়েই কবি তাঁর এই বিবিধ কবিতাসম্ভার তুলে ধরেছেন সুখতপ্ত সারসীর ঠোঁট কাব্যগ্রন্থে। উল্লেখ্য ইতিপূর্বেও গ্রন্থপ্রণেতা তাঁর কবিতা রচনায় সিদ্ধিহস্ততার প্রমাণ রেখেছেন তাঁর প্রকাশিত 'বৃষ্টির ফোঁটা গুনি', 'বিবর্ণ খোয়াব', 'ফেরারি অসুখ' প্রভৃতি কাব্যগ্রন্থের গুলোর মাধ্যমে। এ ধারাবাহিকতায় তাঁর এবারের বিশেষ কাব্যগ্রন্থ সুখতপ্ত সারসীর ঠোঁট, গ্রন্থটি পাঠান্তে পাঠক শুধু কবিতার রস আস্বাদন করবেন না বরং ভাষা, সাহিত্য, ইতিহাস, রাজনীতি, সমসাময়িক সমাজ ও সংস্কৃতি বিষয়েও অসাধারণ জ্ঞান পাবেন বলে আশা রাখি।
আমি কাব্যগ্রন্থটির বহুল কাটতি প্রত্যাশা করি। গ্রন্থটির প্রণেতা কবি গোলাম কিবরিয়া এবং এ গ্রন্থের প্রকাশক প্রিয়জন সাহিত্য প্রকাশনী-কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করি।