সংকলকের নিবেদন
يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِىْ لِـجَلاَلِ وَجْهِكَ وَعَظِيْمِ سُلْطَانِكَ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللهِ ﷺ- اَمَّا بَعْدُ.
আল্লাহ আমাদের প্রভু, মুহাম্মদ # আমাদের মহান নেতা, শিক্ষক ও পদপ্রদর্শক। কুরআন আমাদের জীবন বিধান এবং রাসূল # -এর পবিত্র মুখনিঃসৃত বাণী বা হাদীস আল কুরআনেরই ব্যখ্যা। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ # ঘোষণা করেছেন-طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلٰى كُلِّ مُسْلِمٍ
অর্থ : প্রত্যেক মুসলিম নর নারীর ওপর জ্ঞান অর্জন করা ফরয।
(ইবনে মাজাহ-২২৪)
ইসলাম একটি পরিপূর্ণ ও গতিশীল জীবন ব্যবস্থার নাম। নামায, রোযা, হজ্জ্ব ও যাকাত যেমন ফরয, তেমনি রোজগার নীতি, পরিবারনীতি, ব্যয়নীতি, ব্যাংকনীতি, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি ও সাংবাদিকতানীতি, বিচারনীতি, সাংস্কৃতিনীতি, সৎকাজের আদেশনীতি, অসৎকাজের নিষেধনীতি, তথ্য আদান-প্রদাননীতি এবং অস্তনফতিকনীতি বিশ্বনীতিসহ সব নীতিই ইসলাম মোতাবেক পরিচালনা করা ফরয। কিন্তু দুঃখের বিষয় হলো নামায, রোযা ও হজ্জ ইত্যাদির ফজিলত নীতিই কেবল আমরা ইসলাম থেকে নিচ্ছি অথচ বাকী নীতিগুলো ইসলাম থেকে না নিয়ে মানব রচিত মতবাদ থেকেই গ্রহণ করছি। যার প্রধান কারণ হল ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞানের অধিকারী না হওয়া। ফলশ্রুতিতে মুসলিমদের অধীনে যারা থাকার কথা তাদের অধীনে মুসলিমরা আজ চরম লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছে। এ অবস্থায় পরিবর্তন এখন সময়ের দাবি।
কিন্তু বাস্তবতা বড় কঠিন ও দুঃখজনক যে, প্রতিদিন আমাদের কেউ কেউ খবরের কাগজ পড়ার জন্য ২ থেকে ৩ ঘণ্টা ব্যয় করে আর ইন্টারনেট ব্রাউজ করলে তো আর কথাই নেই অথবা প্রতি ঘণ্টার খবর, বিশেষ বুলেটিন, টকশোর মত টিভি প্রোগ্রাম বা নাটক দেখার জন্য হিসেব করলে দেখা যাবে দৈনিক ৪-৫ ঘণ্টা ব্যয় করছে। অথচ কুরআন, হাদীস বা ইসলামী সাহিত্য অধ্যয়ন করার জন্য আমরা দৈনিক এক ঘণ্টা সময় ব্যয় করতেও রাজি নই। বাংলা ভাষাভাষী পাঠকদেরকে কুরআন, হাদীস ও দোয়ামূখী করার জন্য আমরা ৩৬৫ দিনের ডায়েরী কুরআন, হাদীস ও দোয়া নামক গ্রন্থটি সংকলন করেছি। ৩৬৫ দিনের আয়াত কমপক্ষে প্রায় ৩৬৫৩ = ১০৯৫টি, ৩৬৫ টি হাদীস, এবং ৩৬৫টি দোয়া সম্বলিত এবং বিশেষ সংযোজন কুরআন ও হাদীস কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে এ গ্রন্থটি চয়ন করা হল।
এ বইতে সহীহ হাদীস নেয়ার চেষ্টায় ত্রুটি করিনি। আর সাধারণ ও পরিচিতি আয়াত নেয়া হয়েছে এবং দোয়ার ক্ষেত্রে কিছুটা পুনরাবৃত্তি করা হয়েছে। অধ্যায়ন ও সূত্র খুজে পাওয়ার সুবিধার্থে এ গ্রন্থটিতে দোয়ার ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও উচ্চারণ দিয়েছি। যা একেবারে সাধারণ পাঠকের জন্য।একটি ভাষার উচ্চারণ আরেকটি ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব।
এ মূল্যবান গ্রন্থটিকে ডায়েরির মত করে সাজিয়েছি যাতে পাঠকরা তা দৈনিক ডায়েরির মত করে ব্যবহার করতে পারে। সাধারণ পাঠকদের জন্য ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৬৫ দিনের একটি সাধারণ রুটিন দেয়া হয়েছে। সময় কম থাকলে ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই তা শেষ করা যাবে। হাতে মোটামুটি সময় থাকলে একটু সময় নিয়ে আয়াত, হাদীস ও দোয়াগুলো শুদ্ধ করে মুখস্থ করার চেষ্টা করা দরকার। বিশেষ কোন কারণে যদি কোন একদিন যেমন- ১মার্চ তারিখের রুটিন পড়া আদায় করা না যায় তাহলে ২মার্চ তারিখে কাজা আদায় করে চলমান রুটিন আদায় করার মাধ্যমে পড়া অব্যাহত রাখলে উপকারিতা পাওয়া যাবে। কেননা, রাসূল # ইরশাদ করেছেন- উত্তম কাজ সেটাই যা কম হলেও সর্বদা পালন করা হয়। (বুখারী)
অসাধারণ এ গ্রন্থটি স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ এবং সর্বোপরি সাধারণ পাঠক-পাঠিকার জ্ঞানের চাহিদা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে বলে আশা করা যায়। গ্রন্থটি নিখুত ও নির্ভুল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এরপরেও ভুল-ভ্রান্তি থেকে যাওয়া স্বাভাবিক। কোন ভুল-ভ্রান্তি পাঠক-পাঠিকার চোখে পড়লে তা অবহিত করার জন্য অনুরোধ রইল। আল্লাহ আমাদের এ খিদমতকে কবুল করুন।
আমীন