কানাডার পার্লামেন্টের প্রাক্তন পোয়েট লরিয়েট সুপরিচিত কথাসাহিত্যিক জর্জ এলিয়ট ক্লার্ক ও কানাডা এবং উত্তর আমেরিকার সাহিত্য অঙ্গনে এক স্বতন্ত্র স্বরূপ 'আফ্রিকিডিয়ান' ধারার প্রবর্তক। জর্জ কানাডার নোভা স্কোশিয়ায় ১৯৬০ সালে উইন্ডসরে ব্ল্যাক লয়ালিস্টের থ্রি মাইল প্লেইনের আফ্রো-মেটিস কমিউনিটিতে জন্মগ্রহণ করেন। গল্প, কবিতা, নাটক, সাহিত্য সমালোচনা কানাডায়, বিশেষ করে নোভা স্কটিয়ার কৃষ্ণাঙ্গদের ইতিহাস ও সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছেন। জর্জ ইলিয়ট ক্লার্ক নিজেকে 'আফ্রিকাডিয়ান' বলে অভিহিত করেন। এই শব্দ তিনি আঠারো শতকের শেষের দিকে মেরিটাইম প্রদেশে আগত কালো ইউনাইটেড সাম্রাজ্যের অনুগত বংশধরদের বর্ণনা করার জন্য তৈরি করেছিলেন। ক্লার্কের সুবিস্তৃত সমৃদ্ধ সাহিত্যে আফ্রিকান নোভা স্কশিয়ানদের সংগ্রাম, তাঁদের প্রতি বর্ণবাদের নির্মমতা, দারিদ্র্যের কশাঘাতে ক্ষতবিক্ষত কানাডার কৃষ্ণাঙ্গ মানুষের ক্ষোভ, হতাশা, দাসপ্রথা, টানাপোড়েনসহ কানাডার আফ্রিকান নোভা স্কোশিয়ানদের ইতিহাসের ক্রমবিবর্তনের বিভিন্ন দিক হৃদয়স্পর্শীভাবে আলোচনা করেন।
জর্জের গল্প উপন্যাস এবং কবিতায় প্রেম, বিচ্ছেদ, দ্রোহ, মানবাধিকার প্রতিষ্ঠা, কৃষ্ণাঙ্গ মানুষ, নারী-শিশুর প্রতি বিচিত্র নির্যাতনের স্বরূপ, ঔপনিবেশিক সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ও প্রতিবাদ ফুটে ওঠে তাঁর বৈচিত্র্যমণ্ডিত রূপক ও সাবলীল বাক্য বিন্যাসের মাধ্যমে। সাহিত্যে কৃতিত্বের জন্য তাঁর অসংখ্য স্বীকৃতির মধ্যে উল্লেখযোগ্য হলো- পোর্শিয়া হোয়াইট পুরস্কার (১৯৯৮), কবিতার জন্য গভর্নর-জেনারেল পুরস্কার (২০০১), কবিতার জন্য জাতীয় ম্যাগাজিন গোল্ড মেডেল (২০০১), ড. মার্টিন লুথার কিং জুনিয়র অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০০৪), পিয়েরে এলিয়ট ট্রুডো ফেলোশিপ পুরস্কার (২০০৫), ফিকশনের জন্য ডার্টমাউথ বুক অ্যাওয়ার্ড (২০০৬), কবিতায় এরিক হফার বুক অ্যাওয়ার্ড (২০০৯), অর্ডার অফ নোভা স্কশিয়া (২০০৬), কানাডার অর্ডারে নিয়োগ অফিসার (২০০৮), টরন্টো শহরের কবি লরিয়েট হিসাবে নিয়োগ (২০১২-১৫), সংসদীয় পোয়েট লরিয়েট (জাতীয় কবি হিসাবে নিয়োগ (২০১৬-২০১৭), রয়্যাল কানাডিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির ফেলো হিসাবে নিয়োগ (২০১৭) এবং আটটি সম্মানসূচক ডক্টরেট প্রাপ্তি। বর্তমানে তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে কানাডার সাহিত্যের অধ্যাপক (ই জে প্রাট) হিসেবে দায়িত্বরত আছেন।
Title
কানাডার কবি জর্জ এলিয়ট ক্লার্কের নির্বাচিত অনূদিত কবিতা
ফারজানা নাজ শম্পা (Farzana Naz Shampa) একজন কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। তিনি কানাডার টরেন্টোভিত্তিক কানাডিয়ান অনলাইন বাংলা পত্রিকা সিবিএন ২৪-এর সঙ্গে উপদেষ্টা হিসেবে জড়িত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লােকপ্রশাসন বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে নােরাড ফেলােশিপ নিয়ে ‘জেন্ডার ও উন্নয়ন বিষয়ে এমফিল ডিগ্রি সমাপ্ত করেন। তাঁর প্রকাশিত বহুল সমাদৃত বইটি হল জেন্ডার শব্দকোষ। জার্মানির একটি প্রকাশনাসংস্থা ভিডিএম থেকে তাঁর লেখা বাংলাদেশের গ্রামীণ-উন্নয়ন সংক্রান্ত একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে।