বইটির বৈশিষ্ট্য
আমরা এখন ডিজিটাল যুগে বাস করেও ইংরেজি ভাষা প্রয়োগে এনালগে আটকে আছি কেন?
প্রথমতঃ আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ না জানার কারণে সঠিকভাবে রিডিং পড়তে পারে না।
দ্বিতীয়তঃ অনেকে প্রয়োজনীয় শব্দের অর্থগুলি জানেনা,ফলশ্রুতিতে তারা বাক্যের অর্থ সম্পর্কে অজ্ঞ থেকে যায়।
তৃতীয়তঃ অধিকাংশ সময় বাক্যের গঠন না জানার কারণে পড়ে বুঝতে এবং মনে রাখতে ব্যর্থ হয়।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, "BASIC TO BOARD ENGLISH" বইটি এসব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট
🔷ইংরেজি ১ম ও ২য় পত্রের নিশ্চিত ১৫০ নম্বরের Support
🔷 মোট ৪০৪ পৃষ্ঠা এবং ৩৫টি Lesson কে সাজানো হয়েছে ৩টি স্তর
🔷প্রথম ৬টি Lesson কে এমন ভাবে লেখা হয়েছে যাতে English Grammar এর ভীতি এড়িয়ে যে কোন শিক্ষার্থী ধাপে ধাপে ইংরেজি শিখবে
🔷 Reading পড়ার মাধ্যমে যেখানে রয়েছে সঠিক উচ্চারণ সহ প্রায় ৩০০০ অতি প্রয়োজনীয় শব্দার্থ
🔷 বাক্য গঠনের ১১০ টি Easy Sentence Structure সহ অনেক বাস্তবে ব্যবহৃত উদাহরণ
🔷 ইংরেজি বাক্য তৈরি করার দুর্বলতা দূর করা সহ আত্মবিশ্বাসের সাথে নিজ থেকে ১০০ভাগ বানিয়ে লিখতে সক্ষম হবে
🔷দ্বিতীয় স্তরঃ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অর্থাৎ এসএসসি সমমানের সকল Board Grammar item কে সুন্দরভাবে উত্তর বিশ্লেষণ
🔷 Recent Board Question (40টি) সহ আলোচনা করা হয়েছে
🔷 রয়েছে Exclusive Model Test
🔷 তৃতীয়স্তরঃ আমাদের শিক্ষার্থীদের Composition item নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়
🔷একসাথে অনেকগুলো মুখস্ত করে মনে রাখা কিংবা পরীক্ষায় Common না পাওয়ার ভয়
🔷এই জন্য এই বইয়ের প্রতিটি Composition item এর জন্য রয়েছে কিছু Magic Model
🔷 পর্যাপ্ত Sample Answer এবং প্রতিটি নির্দিষ্ট বিষয়ের উপরে সুনির্দিষ্ট তথ্য যাতে ভালো Marks পেতে সহায়তা করবে
লেখকের প্রত্যাশা: ইংরেজির মত কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করার মাধ্যমে সবাইকে ইংরেজি শেখার সুযোগ তৈরি করে দেয়