কেমন ছিলো শিক্ষাক্রম পরিবর্তনের রোলার কোস্টার রাইড? নিশ্চয়ই খুব একটা আনন্দজনক ছিলো না! ২০২৪ সালে তোমরা যখন নবম শ্রেণিতে ছিলে তখন মাধ্যমিক পর্যায়ে বিভাগ বিভাজন তুলে দেওয়া হলেও, দেশের সমসাময়িক প্রেক্ষাপটে পূর্বের বিভাগীয় শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাক্রমে এরূপ আকস্মিক পরিবর্তনে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখনও কিছুটা শঙ্কাগ্রস্ত। ইতোমধ্যে নিশ্চয়ই তোমরা জানতে পেরেছো যে, ২০২৬ সালের SSC পরীক্ষা পরিমার্জিত ও পুনর্বিন্যাসকৃত মানবণ্টনের আলোকে অনুষ্ঠিত হবে। তোমাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নির্ভুল প্রস্তুতি ও পর্যাপ্ত অনুশীলন। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে উচ্চতর গণিতের এই সহায়ক বইটি প্রকাশ করেছে তোমাদের স্বপ্ন পূরণের বিশ্বস্ত সহযাত্রী The Royal Scientific Publications |
এই সহায়ক বইটি যেভাবে সাজানো হয়েছে-
• ২০২৬ সালের SSC পরীক্ষার নতুন মানবণ্টন ও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে বইটি সাজানো হয়েছে।
• SSC পরীক্ষার নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন সংযোজন করা হয়েছে।
• প্রতিটি অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ Concept-গুলো গুছিয়ে সহজভাবে উপস্থাপন করা হয়েছে এবং পাঠ্যবইয়ের কাজ ও অনুশীলনীর প্রশ্নসমূহের নির্ভুল সমাধান দেওয়া হয়েছে।
• প্রতিটি অধ্যায়ে রয়েছে Board Questions Analysis, যেখানে বিগত বছরের প্রশ্নগুলো Analysis করে অধ্যায়টি থেকে সচরাচর SSC পরীক্ষায় কতগুলো সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন এসেছে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে।
• ২০১৮-২০২৪ সালের বোর্ড প্রশ্নাবলি বিশ্লষেণ করে বেশ কিছু Pattern সংযোজন করা হয়েছে, যেগুলোর আলোকে সমস্যাগুলো ভালোভাবে অনুশীলন করলে উক্ত অধ্যায়ের সকল সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে।
• ২০১৮-২০২৪ সালের SSC পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তরগুলোর অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে, যেগুলো অনুশীলন করার মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতিকে আরো সুদৃঢ় করতে পারবে।