ভূমিকা
বিসমিল্লাহির রহমানির রহীম।
সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ্ তায়ালার জন্য যিনি মানব জাতীর পথ নির্দেশিকাস্বরূপ পবিত্র ক্বুরআন অবতীর্ণ করেছেন, একমাত্র মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে মনোনয়ন করেছেন, ইসলামের ছায়াতলে আমাদেরকে আশ্রয় দান করেছেন এবং আমাদেরকে জ্ঞান দান করেছেন।
দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের শ্রেষ্ঠ মানব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রতি যার ওপর শ্রেষ্ঠ গ্রন্থ ক্বুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সালাম বর্ষিত হোক তাঁর পরিবার পরিজন ও সাহাবায়ে আজমাইনদের প্রতি।
রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক আমার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, শিক্ষকমণ্ডলী ও আমার পিছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি এবং বিশ্ব মুসলিম উম্মার প্রতি।
একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে আল্লাহ্ তায়ালা ঘোষণা দেন : اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُسْلِمُوْنَ
(ইন্নাল্লহাস্তাফা লাকুমুদ্দীনা ফালা তামূতুন্না ইল্লা ওয়াআংতুম মুসলিমূন)। - অর্থাৎ, নিশ্চয় আল্লাহ্ তায়ালা তোমাদের জন্য এ ধর্ম (ইসলাম) কে মনোনীত করেছেন। কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। [২ নং সূরাহ্ আল-বাক্বারাহ্, আয়াত নং-১৩২]।
আল্লাহ তায়ালা অন্যত্র বলেন : اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلٰمُ (ইন্নাদ্দীনা ইংদাল্লহিল ইসলাম)। - অর্থাৎ, নিশ্চয় একমাত্র ইসলাম হল আল্লাহর নিকট মনোনীত ধর্ম। [৩ নং সূরাহ্ আল-ইমরান, আয়াত নং-১৯]।
আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন : وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلٰمِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
(ওয়ামাইঁইয়াবতাগি গইরাল ইসলামি দীনাং ফালাইঁইউক্ববালা মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খসিরীন)। - অর্থাৎ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সন্ধান করে, কস্মিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। [৩ নং সূরাহ্ আল-ইমরান, আয়াত নং-৮৫]।
আল্লাহ তায়ালা অন্যত্র বলেন : وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلٰمَ دِيْنًا (ওয়ারাদ্বীতু লাকুমুল ইসলামা দীনা)। - অর্থাৎ, এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করলাম। [৫ নং সূরাহ্ আল-মায়িদাহ্, আয়াত নং-৩]।
একমাত্র শান্তির ধর্ম ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। তাই, আমি ইসলামের একজন দায়ী হিসেবে এ গুরুত্বপূর্ণ বার্তাটি সম্মানিত পাঠকবৃন্দের কাছে পৌঁছিয়ে দিলাম। সকলের প্রতি আমার অনুরোধ চলুন আমরা ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করি, নামাজ ক্বায়েম করি, শিরক মুক্ত জীবন গড়ি এবং অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকি। সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজের নিষেধ করি।
আল্লাহ্ তায়ালার প্রশংসার মধ্য দিয়ে ''আছ্ছরফ আরবী গ্রামার'' গ্রন্থের ভূমিকা লিখা শুরু করলাম। পবিত্র ক্বুরআন মাজীদের সর্ব প্রথম অবতীর্ণ আয়াত হল : اِقۡرَأۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِیۡ خَلَقَ (ইক্বরা বিসমি রব্বিকাল্লাযী খলাক্ব)। - অর্থাৎ, পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। [৯৬ নং সূরাহ্ আল-আলাক্ব, আয়াত নং-১]। পবিত্র ক্বুরআন মাজীদের সর্ব প্রথম নাযিলকৃত শব্দ 'ইক্বরা' দ্বারা পড়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই অধ্যয়নের কোনো বিকল্প নেই।
কালের বিবর্তনে, পেশার বিচিত্রতায় আছ্ছরফ আরবী গ্রামার বইটি সম্পূর্ণ আলাদা আঙ্গিকে যুগোপযোগী করে লিখা হয়েছে। এই বইটি পড়লে গৃহশিক্ষকের কাছে আরবী পড়ার কোনো প্রয়োজনীয়তা থাকবে না; কারণ এটি অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা ও উচ্চমানসম্মত। সাধারণত একটি বইয়ে প্রয়োজনীয় সকল নিয়ম খোঁজে পাওয়া যায় না; কিন্তু এই বইটিতে আরবী ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় প্রচলিত গ্রামাটিকেল খুঁটিনাটি সকল নিয়ম সুক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে।
অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশে মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীদেরকে দেখা যায় আরবী গ্রামারে দুর্বল, যারা শিক্ষক জীবনেও দুর্বল থেকে যায়। অথচ পবিত্র ক্বুরআন মাজীদ অনুবাদ ও তাফসীরের পূর্ব শর্ত হল আরবী গ্রামার জানা। আরবী গ্রামারের প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানীরা ক্বুরআন তাফসীর করে, গবেষণা করে তাদের আবিষ্কারের মাধ্যমে সারা বিশ্বকে আজ এগিয়ে নিতে নিতে হাতের মুঠোয় নিয়ে এসেছে। মিনিটে সারা বিশ্বের খবর জানা যায়। এমনকি শুধু তাই না, অন্য ধর্মের লোকেরাও আরবী গ্রামারের সহযোগিতায় পবিত্র ক্বুরআনের প্রয়োগের মাধ্যমে বিশ্বকে জয় করে চলছে; অথচ তারা ক্বুরআন মানে না।
পবিত্র ক্বুরআন এমন একটি জীবন ব্যবস্থা বা সংবিধান যা আল্লাহ তায়ালা রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সামাজিক জীবনের সকল বিষয়ের সমাধানকল্পে অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা পবিত্র ক্বুরআনে কোনো বিষয়ের আলোচনাই বাদ দেন নি। আল্লাহ তায়ালা সকল মানুষের হেদায়াতের জন্য এটি অবতীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত পবিত্র ক্বুরআন যুগোপযোগীই থাকবে। যে যুগে যেমন সমাধানের প্রয়োজন ঠিক তেমন সমাধানই পবিত্র ক্বুরআনে পাওয়া যাবে। আর, মহাগ্রন্থ আল-ক্বুরআন বোঝার জন্য আরবী গ্রামারের কোনো বিকল্প নেই। এছাড়াও আরবী সাহিত্য, হাদিস শরীফ, ফিকহ শাস্ত্র ইত্যাদি বোঝার জন্য আরবী গ্রামার জানা অতীব জরুরী। কোনো ভাষার প্রাণ হল স্বীয় ভাষার গ্রামার। আছ্ছরফ আরবী গ্রামার বইটির প্রতিটি অধ্যায় অত্যন্ত যত্নসহকারে সহজ-সাবলীল ভাষায় গুছালো ভাবে বর্ণনা করা হয়েছে।
বইটি শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নয় বরং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য। এটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সহ আরবী বিষয়ক সকল প্রকার ভর্তি ও নিয়োগ পরীক্ষার্থীদের জন্য সহায়ক গ্রন্থ। বইটিকে সাধ্যমত নির্ভুল করার আপ্রাণ চেষ্টা করেছি।
মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে বইটি প্রকাশ করতে পেরে আমি আল্লাহ্ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি (আলহামদুলিল্লাহ্)। সকলের নিকট আমি দোয়া প্রত্যাশী যেন আল্লাহ্ তায়ালা আমাকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, সঠিক জ্ঞান দান করেন, ক্ষমা করেন, ঈমানী মৃত্যু দান করেন এবং পরকালে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসীব করেন (আমীন)।
ধন্যবাদান্তে
অধ্যাপক কাজী মুফতী মফিজুল ইসলাম (বাচ্চু)।