জঙ ছানের জন্ম ১৯৫৩ সালে কোরিয়ার বুসানে। পড়াশোনা করেছেন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ১৯৮৩ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘দ্য টাওয়ার ল্যাংগুয়েজ’ দিয়ে নিজের ধরন ও বরণ চিনিয়ে দেন তিনি। তাঁর উল্লেখযোগ্য রচনা: ‘দ্য হাউজ অব আইস’, ‘দ্য রিভার অব মেমরি’, ‘দ্য পারফেক্ট স্পিরিট’। কথাসাহিত্যে ভাষা ও বাস্তবতার মধ্যে যেখানে অস্পষ্টতা ও অসঙ্গতি সেখানেই মনোযোগ স্থাপন করেন জঙ ছান। এ কারণে তাঁকে বলা হয় জটিল লেখার লেখক। ১৯৮০ সালের গণতান্ত্রিক আন্দোলন ‘গোয়াঙজু আপরাইজিং’ জঙ ছানকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তুমুল সেই গণআন্দোলনের দিনগুলোতে তিনি কাজ করেছেন একজন সাংবাদিক হিসেবে। জঙ ছানের উপন্যাসগুলো বিশশতকের ৮ ও ৯ এর দশকের আধুনিক কোরিয়ান সমাজের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আদর্শিক প্রেক্ষাপটে মানবিক যন্ত্রণা ও দুর্ভোগের দলিল। তিনি সবসময়ই নিরত থেকেছেন সর্বজনীন ভোগান্তি এবং এর প্রভাব থেকে উদ্ভূত ক্ষতগুলোর মূল উৎস অনুসন্ধানে। তাঁর কথনভঙ্গি সুবিন্যস্ত ও গতিশীল। বাস্তবের প্রাণবন্ত রূপায়ণ এবং অধিবাস্তব ভাবধারার মধ্যে সফলভাবে সামঞ্জস্য স্থাপন করতে জানেন তিনি। দর্শনচিন্তা ও কঠোর বাস্তবতার মধ্যকার দ্বন্দ্বকে তিনি অতিক্রম করেছেন বাস্তব জীবনের জটিলতা ও সমস্যাগুলোকে একটি মৌলিক ও অধিবাস্তব দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ ও উপস্থাপনের মাধ্যমে। সাহিত্যিক কল্পনার শক্তি দিয়ে তিনি বাস্তবতাকে নতুন করে নির্মাণ করেন। জঙ ছানের ‘বিষাদ গানের সিম্ফনি’ নিঃসন্দেহে বাংলাভাষার পাঠকদের জন্য হয়ে উঠবে একটা নতুন অভিজ্ঞতা। আমাদের প্রকাশনার কোরিয়ান সাহিত্য সিরিজের এটি সপ্তম বই। জঙ ছানের উপন্যাস ‘দ্য সিম্ফনি অব দ্য সরোফুল সংস’ এর বাংলা অনুবাদ করেছেন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ফকরুল চৌধুরী। অনুবাদ ইংরেজি থেকে।