সময়ের লেখক সময়কেই তার লিখনের ধারায় ধরে রাখবে স্বভাব সুলভ
বিচক্ষণতায়। তাহেরা আখতার চৌধুরীর কাব্যগ্রন্থ ‘অশ্রুজলে জ্বলে
আগুন’ কাব্যগ্রন্থের কবিতাগুলো সৃষ্টি হয়েছে জুলাইয়ের সেই রক্তঝরা
আর অশ্রুঝরা দিনগুলোতে। চেনা পরিচিত একটা বাংলাদেশ ধীরে ধীরে
উত্তপ্ত হয়ে উঠলো। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে পতন ঘটলো
পনের বছরের ফ্যাসীবাদী সরকারের। এরপরেও দেশের ক্ষমতাসীন
দলের সংলাপ আর নাটকীয়তার চালে পুরো দেশ যেন হয়েছিল
নাট্যমঞ্চ।
এরপর যুদ্ধক্ষেত্র। নিরীহ নিরস্ত্র ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়লো লাঠিয়াল
বাহিনী। আহত করেই থেমে থাকেনি পুলিশের গুলিতে ঝরে গেল হাজার
প্রাণ, অন্ধত্ব, পঙ্গুত্ব হলো মানুষের চিরসঙ্গী। কবি সাহিত্যিকরা মানবিক
তাই হাতে অস্ত্র উঠে না তবে কলম হয়ে ওঠে অস্ত্রের মতো বিদ্রোহী।
কবির কবিতা প্রতিবাদ করে, ধিক্কার দেয়। কালো মুখোশ টেনে খুলে
আনে কবির কবিতা।একটা কবিতার জন্য রক্ত ঝরে, নাকি রক্ত ঝরলে
সেই রক্ত থেকে কবিতার জন্ম হয়। কবিতার জন্য অশ্রু ঝরে নাকি অশ্রু
ঝরলেই কবিতা হয়। সেই উত্তর এই কাব্যগ্রন্থের কবিতার মাঝে স্পষ্ট
কবি কখনো যুদ্ধ চায় না চায় শান্তি। তাই অন্যায়, অবিচার, বৈষম্য আর
মৃত্যুর বিপক্ষে কবিতা আজীবন সোচ্চার হয়েছে।
অতীতেও যুগে যুগে সকল কালজয়ী কবিরা তাদের কবিতায় মানবিকতার
জন্য মানুষকে বার বার কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাব চেয়েছেন। অন্যায়
অত্যাচার আর মানুষের বিবেক জাগ্রত করতে কবির কবিতা সবসময়
ভক্তকে দূর্বল থেকে শক্ত করে তোলে। কবিতার সত্য প্রতিবাদ শুধু গ্রন্থের
কাগজে লিপিবদ্ধ থেকে বোবা হয়ে থাকে না। কবিতা যখন পাঠ হয়
ভূ মি কা
উচ্চারিত হয়। সেই উচ্চারণ পৌঁছে যায় কর্ণ থেকে কর্ণে। কবি কবিতা
নিয়ে কবিতার গ্রন্থ নিয়ে শুধু পাঠকের সামনে নয় দাঁড়িয়ে যায় যুদ্ধের
ময়দানে এক যোদ্ধা হয়ে। লেখক নিজের জীবন থেকে উপলব্ধি করে
বলছি।
তাহেরা আখতার চৌধুরী এই কবিতা গুলো শুধু কবিতা নয়। রক্তাক্ত
জুলাইয়ের এক একটি সাক্ষী বুলেট। প্রতিটি শব্দ উৎসর্গ হয়েছে
জুলাইয়ের শহীদের প্রাণের প্রতি। প্রতিটি যতি চিহ্ন জুলাইয়ের অন্ধত্ব
আর পঙ্গুত্ব বরণ করা যোদ্ধাদের ত্যাগের শ্লোগান। দেশের প্রতি দেশের
মানুষের প্রতি ভালোবাসা থেকেই মানুষ জীবন দিয়ে দেয়। কবি জন্ম
দেয় কবিতা, যে কবিতায় সত্য আর ইতিহাস লিপিবদ্ধ হয়। যে কবিতা
সময়কে ধরে রাখে শব্দে বাক্যে। রক্ত আর অশ্রুর মিশ্রণে এই কবিতা
অমূল্য ইতিহাস হয়ে বেঁচে থাকুক। সেই প্রত্যাশা থাকলো। ‘অশ্রুজলে
জ্বলে আগুন’ কাব্যগ্রন্থ পাঠক হৃদয়ে স্মরণীয় বরণীয় হোক।
মেহবুবা হক রুমা
কবি ও লেখক
তারিখ: ২৪/০১/২০২৫