নাটক সময় ও সমাজের প্রতিচিত্র। মূলত স্রোতরূপী সমাজব্যবস্থাকে একটা টেক্সটে আবদ্ধ করেই নয় বরং সমান্তরালে মঞ্চে উপস্থাপনের মধ্য দিয়ে একটি নাটক হয়ে ওঠে প্রামাণ্য দলিল। নান্দনিক নাট্যকার হিসেবে তৃপ্তি মিত্রর খ্যাতি এবং তাঁর নাটকে চিত্রিত জীবন ও সময়কে নানামাত্রায় উপস্থাপিত হতে দেখা যায়- সমান্তরালে তাঁর নাটকের বিষয়বৈচিত্র্যও পাঠক ও মঞ্চদর্শককে দারুণভাবে ঋদ্ধ করেছে। রুমা আক্তারের স্নাতকোত্তর গবেষণা এ গ্রন্থ- প্রাথমিক একাডেমিক গবেষণা হিসেবে এটি দারুণ এবং গ্রন্থরূপে যে পরিমার্জন, সংশোধন জরুরি ছিল সেগুলোর অধিকাংশই তিনি করেছেন। সীমাবদ্ধতা বৈ কোনোকিছুর পূর্ণতা আসে না, এ গ্রন্থেও সেটা রয়েছে। কিন্তু গবেষক রুমা আক্তারের নিরন্তর চেষ্টা ও অধ্যবসায়ের স্পষ্ট ছাপ এ গবেষণা গ্রন্থে বিদ্যমান। তৃপ্তি মিত্রের উপর এরকম গবেষণা গ্রন্থ সম্ভবত এটিই প্রথম এবং গবেষক ও প্রবন্ধপ্রিয় পাঠকদের কাছে এ গবেষণা গ্রন্থটি নিঃসন্দেহে আদৃত হবে বলে ধারণা করা যায়।
- অধ্যাপক ড. শফিকুর রহমান
ডীন, কলা অনুষদ এবং চেয়ারম্যান, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
রুমা আক্তার
গবেষক ও প্রাবন্ধিক
জন্মঃ ১০ ডিসেম্বর ১৯৯৫
মীর কান্দা পাড়া, নড়িয়া, শরীয়তপুর।
স্কুল কলেজের পাঠ শরীয়তপুরেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগে এমফিল গবেষণা করছেন।ইনস্টিটিউট অফ রিসার্চ এডিটিং(IRE), ঢাকা-তে সহকারী পরিচালক পদে কর্মরত।
প্রকাশিত গবেষণা গ্রন্থ:
তৃপ্তি মিত্রের নাটক :বিষয় ও শিল্পরূপ বিচার (২০২৩)
শিল্প ও সাহিত্যের নিহিতার্থ অন্বেষণ (২০২৫)
শক্তি চট্টোপাধ্যায় : দ্বিধার মায়াজাল ও বোধ নির্মাণপ্রকৌশল (২০২৫)