গান বা সংগীত মূলত স্বও ও সুরের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টিকারি মাধ্যম। সুসংবদ্ধ সুন্দও ও সাবলীল কথাকে যন্ত্রোৎপাদিত সংমিশ্রণে শ্রবণযোগ্য কওে তোলাকেই গান বলা হয়ে থাকে। সংগীত মানুষকে মানসিকভাবে প্রশান্তি দেয় এবং সৃষ্টি ও স্রষ্টাকে জানার কৌতুহল বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয় প্রেম-ভালোবাসা ও বিরহের পরম সৃজনশীল উদ্বেগতা-যৌক্তিকথা। কেউ কেউ বলেন সংগীত জীবাত্মা ও পরমাত্মার মধ্যকার প্রদর্শক। তবে তা কেবল বাহুল্য হয়েছে লোকসংগীত ধারার গানে বা বাউলিয়ানা গানের গুরুগম্ভীর ধ্যানসাধনে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লোকজীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে সংগীত। লোকসমাজ তাদেও সুখ-দুঃখ, আশা-নিরাশা, বিচ্ছেদ-বেদনাকে লোকসংগীতের সুওে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছেন। পেতে চেয়েছেন পরমেশ্বরের পরম পরশলাভ। বাংলা বাউল গানের নিজস্ব সংগীতায়নে যে ভাবসংগীতের শুরু হয়েছিলো লালন ফকির থেকে তা এখনো অব্দি সুরের মূর্ছনায় মানুষের হৃদয়ে গেঁথে যাচ্ছেন অসংখ্য বাউল ও গীতিকবিগন। বাংলাদেশ চির কবিতার দেশ, আউল-বাউল, পীর-ফকিরের দেশ, প্রকৃতির লীলাক্ষেত্রের দেশ, আধ্যাত্বীকত্বেও দেশ। আর বাংলাদেশের সিলেট বিভাগকে বলা হয় আধ্যাত্বীকত্বেও প্রাণভ’মি। সিলেটে মরমী সাহিত্যেও মরমীবাদী সাধকদেও সংখ্যাও সবচেয়ে বেশি —রাধারমন দত্ত, আরকুম শাহ্, দূর্বিন শাহ্, শিতালং শাহ্, হাসন রাজা, শাহ্ আবদুল করিম, ক্বারী আমির উদ্দিন আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ এবং সদ্য প্রয়াত মতিউর রহমান হাসান (পাগল হাসান) সহ আরোও অসংখ্য কিংবদন্তীতুল্য ব্যক্তিগন। যাদেও গান দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বময় পরিচিতি পেয়েছে। সেইসব গান মানুষ শুনে আসছে শৈশব থেকে একদম গুহারে। আমিও তার ব্যতিক্রম নই। সংগীতের প্রতি প্রবল টান ছিলো কৈশোরকাল থেকেই, যেহেতু বাবাও ছিলেন সংগীতপ্রেমি। কিন্তু স্কুল-কলেজ ছাড়া কখনো কোথাও গাওয়া হয়ে উঠেনি। একজন সংগীতের উন্মাদ স্রোতার অধিকার নিয়েই মুক্তহস্তে লিখতে ভালোবাসি। প্রায় চার শতাধিক গানের মধ্যে বাছাই কওে কয়েকটি গানের সংকলনে বের হয়েছে আমার ‘ঘওে ফেরার গান’ নামক গ্রন্থটি। আপনারা জ্ঞানী-গুণী, সংগীতপ্রেমি। আমার মতো সামান্য লেখকের লেখা আপনাদেও ভালো লাগার কথাও নয়। তারপরেও কিছুসংখ্যক প্রিয় মানুষের তীব্র জোরাজোরিতে গ্রন্থটি প্রকাশ করার দুঃসাহস করেছি। ভালো লাগলেও আমি আপনাদেও না লাগলেও আমি আপনাদেরই। ভুলত্রুটি ক্ষমা সুন্দও দৃষ্টিতে দেখে আপনাদেও ভালোবাসায় রাখবেন বলে আমি আশাবাদী। ভালো থাকুন সুস্থ ও সানন্দে থাকুন।