الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على نبينا محمد وعلى آله الطيبين الطاهرين
মহান রব্বে কারীমের দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি যার অপার অনুগ্রহে মারহালাতুত তাকমীলের শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফের সংক্ষিপ্ত অনুবাদ কর্ম “শব্দে শব্দে তাকরীরে বুখারী শরীফ” নামক কিতাবটি সম্মানিত পাঠক মহলের হাতে তুলে দিতে পেরেছি। আমার জীবনের এই কিতাবটি দ্বিতীয় সংকলন কর্ম।
মানব সভ্যতা ও তথ্য প্রযুক্তির এ চরম উৎকর্ষের যুগে দ্বীনি ইলম অর্জনের পাশাপাশি প্রত্যেক মানুষ নিজেকে একজন দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়, আর সে চাহিদা পূরণের লক্ষ্যেই গতানুগতিক ধারা পরিবর্তন করে প্রবর্তিত হয়েছে তাকমীল জামাতের যুগোপযোগী মানসম্মত নেসাব এবং প্রদান করা হয়েছে স্নাতকোত্তর ডিগ্রির মান। এ জামাতের চ‚ড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে “আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ” এর তত্ত¡াবধানে। তাই এ পরীক্ষার গুরুত্বও অপরিসীম। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দেয়া হচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত নাগরিকের সরকারী স্বীকৃতি এবং তারা উপহার পাচ্ছে সাফল্যময় সুন্দর আগামীর প্রত্যয় দীপ্ত আলোকময় এক সোনালী জীবন।
বুখারী শরীফ হচ্ছে বিশুদ্ধতম হাদিস সংকলন। বাংলাদেশের প্রায় মাদরাসাগুলোতে এর দারস দান অপরিহার্য। এ কিতাবটি যেমন গুরুত্বপূর্ণ তেমন এর নেসাব এক বিশাল সমুদ্র। সঠিক কৌশল অবলম্বন করা ছাড়া এ সমুদ্র পাড়ি দেওয়া অনেকটা দুঃসাধ্য। সেই দিকটি মাথায় রেখে আমরা এ কিতাবটির পরীক্ষা সহায়ক গ্রন্থ হিসেবে “শব্দে শব্দে তাকরীরে বুখারী শরীফ” কে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার অদম্য প্রয়াস চালিয়েছি। এ কিতাবে বিগত বিশ বছরে “আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ” এর ফাইনাল পরীক্ষায় আসা সকল প্রশ্নের এবং যে সকল হাদিস সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে সে সকল হাদিস থেকে প্রশ্ন তৈরি করে উত্তরগুলো অত্যন্ত নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এ কিতাবে যে প্রশ্নগুলোর সমাধান করা হয়েছে তা তাকমিল জামাত (মাষ্টার্স)-এর ছাত্রদের আশা করি সর্বোচ্চ নম্বর পেতে সহায়ক হবে, ইনশাআলাহ। কারণ কিতাবটি একটি গবেষণামূলক গ্রন্থ এবং এর বানান বিশুদ্ধতা, তথ্যের প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয়েছে।
গ্রন্থটি রচনায় যার নিরলস পরিশ্রম অনস্বীকার্য তিনি হলেন রাহবার পাবলিকেশন্সের স্বত্বাধিকারী ‘মুহাম্মদ আহছান উল্যাহ’ (ভাই) আমি তার কাছে চির কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের যারা শ্রম দিয়ে সময় দিয়ে সম্পাদনা করে কিতাবটিকে মানস¤পন্ন ও গ্রহণযোগ্য করেছেন।
“শব্দে শব্দে তাকরীরে বুখারী শরীফ” এর সর্বোচ্চ গুণগত মান অক্ষুন্ন রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সর্বাধিক নির্ভরযোগ্য তথ্যাবলি, প্রাঞ্জল ও সাবলীল ভাষায় উপস্থাপনের যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তথাপি অনাকাক্সিক্ষত ভুলের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি এবং আবেদন করছি যদি কোনো মহৎ হৃদয় পাঠকের চোখে কোনো ত্র“টি পরিলক্ষিত হয় তাহলে নির্মল চিত্তে আমাদেরকে অবহিত করবেন, আমরা পরবর্তী সংস্করণে শুধরে নিব, ইনশাআলাহ।
কিতাবটির প্রকাশকালীন আনন্দ ঘন এ মুহূর্তে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব উস্তাদগণের কথা (বিশেষ করে আমার শায়খ ও মুর্শিদ আলামা আশরাফ আলী রহ. কে) যাদের ইলমের সাগর থেকে আমি অধম ইস্তেফাদা হাসিল করেছি। মহান মালিক তাদের সকলের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিন।
সর্বশেষে পাঠক মহলের কাছে বিনয়ের সাথে আরজ করছি তারা যেন এই অধমকে এবং তার মারহুম বাবা ও জনমদুখিনী ‘মা’ কে তাদের মকবুল দুআয় শরিক রাখেন।