‘‘নিজের স্বপ্ন বিক্রি করে যারা
মেন্টরের স্বপ্নের তাজমহল গড়,
শুধু তারা এই লেখা স্কিপ কর।’’
ই-কমার্স ও স্টার্টআপ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান Light Castle Partners, Brain Station 23, BIDS এবং iDEA Project (ICT Division)– এর তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৭০%-৮০% উদ্যোক্তা প্রথম বছরে ঝরে পড়ে। পরবর্তী ৫ বছরের মধ্যে ৯০% থেকে ৯৫% সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়-সোনার খনির সন্ধানে যাওয়া লাখো তরুণের স্বপ্ন, সময়, শ্রম ও মেধা খুন হয়ে যাওয়ার করুণ পরিণতি। পরিবার ও সমাজের প্রত্যাশার বিপরীতে ৯৫% ঝরে যাওয়া উদ্যোক্তাদের মোট ক্ষতির পরিমাণ কত হাজার কোটি টাকা? দেশের অর্থনীতি ও উদ্যোক্তাদের এতো বড় ক্ষতির এই নির্মম বাস্তবতার চিত্র আনইথিক্যাল মেন্টররা কখনও শেয়ার করবে না।
কখনো ভেবে দেখেছেন কি এতো এতো কোর্স, ট্রেইনিং আর মেন্টর থাকার পরও উদ্যোক্তাদের সাফল্যের হার কেন বাড়ছে না? লাখ লাখ টাকার বুস্টিং, কোটি টাকার সেলস করেও কেন হাজার টাকার প্রফিট বাঁচে না। বুস্টিং বন্ধ তো সেলস বন্ধ। শত চেষ্টা করেও কেন রিপিট কাস্টমার তৈরি হচ্ছে না? সারাদিন ব্র্যান্ড বিল্ডের গল্প আর অক্সিজেনের মতো অফার ক্রিয়েট করেও কেন উদ্যোক্তার পণ্য, পণ্যই থেকে যাচ্ছে, ভ্যালুয়েবল ব্র্যান্ড হচ্ছে না? কোটি টাকার গল্প,আর পণ্যের নামে লটারির টিকিট বেচেও কেন ব্যবসা বাচানো যাচ্ছে না? আপনার বিজনেসের সাসটেইনেবল গ্রোথ আর গেইন কেন অ্যাচিভ করতে পারছেন না? মেন্টর যত বাড়ছে, তত ব্যবসায়ে কেন লাল বাত্তি জ্বলছে?
অফুরন্ত সম্ভবনার সমুদ্রে সুযোগের অভাবে অস্থির হয়ে ছটফট করার জন্য দায়ী আপনার ভাগ্য না। দায়ী হচ্ছেন....
১. আপনি নিজে
২. আপনার মেন্টর আর মেন্টরের প্রতি অন্ধবিশ্বাস।
৩. আপনার জ্ঞান আহরণের ভুল প্রসেস।
সফল হতে স্কিল আর মেন্টরের পেছনে কাড়ি কাড়ি টাকা ঢেলে কোর্স করেও ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে পারছেন না। কারণ হচ্ছে জ্ঞানটা কার লাভের জন্য, কোথা থেকে ইমপোর্ট করে আমাদের মাথায় ইনপুট দেওয়া হচ্ছে সেইটার রুট কখনো খুঁজে বের করতে চাই না। দ্যসট দ্য প্রবলেম।
যদি প্রশ্ন করি, আমেরিকার আবিষ্কারক কে? উত্তরে হয়তো বলবেন, সবাই জানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। আমি বলছি, আমাদের সবার জানা উত্তরটা ভুল। কারণ কলম্বাসের আগে তো মায়া, অ্যাজটেক, ইনকা সভ্যতা ছিল! তাহলে কলম্বাস কীভাবে আমেরিকার “আবিষ্কারক” হলো?
দাসের যোগান দিতে আমাদেরকে শেখানো হয়েছে জ্ঞানই শক্তি । কিন্তু কোন জ্ঞান? কার জ্ঞান? কিসের জ্ঞান? সেই জ্ঞানের সোর্স কি? জ্ঞানের শুদ্ধতা যাচাইয়ের পদ্ধতি কি? সেগুলো কেউ শেখায়নি। শেখাবে না। কারণ ইউরোপীয়দের স্বার্থ আদায়ের জন্য জ্ঞানী দাস তৈরি করবে, দাসত্ব থেকে মুক্তির পথ দেখাবে না।
একইভাবে উদ্যোক্তা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ডিলার, অন্ধের দেশে আয়না বিক্রির নামে নিজের আখের গোছাতে ব্যস্ত আপনার মেন্টর ‘সকালে কোর্স করলে বিকালেই সাকসেস’ এমন বিশ্বাস আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে। নিজের স্বার্থ পূরণের জন্য ‘নিউরাল পাথওয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার ব্রেনের “রিওয়ার্ড সিস্টেম” হ্যাক করে ‘‘ফিয়ার অব মিসিং আউট” ট্রিগার করে লাখ টাকার কোর্স ফি ক্যাশ করার দিনই সফল হয়ে যায়। আর আপনি সফলতার আশায় আশায় হতাশার চোরাবালিতে ডুবে যান। আপনাকে পথে বসিয়ে মেন্টরের ধনী হওয়ার ধান্দা বন্ধ করতে না পারলে খোলা চোখে দিনের বেলায় ধূলায় অন্ধকার দেখবেন চারদিক। নো ডাউট।
‘‘মেন্টরিংয়ের মরণফাঁদ, না বুঝলে জীবন বরবাদ’’-এটি শুধু একটি বই নয়, মেন্টরিং জগতের ভন্ডামি, স্ক্যাম ও মানসিক দাসত্ব আর জ্ঞানের দুর্নীতির দানবদের বিরুদ্ধে দুর্দান্ত এক বিপ্লবের ডাক।
মেন্টরিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তাদের স্বপ্নকে পণ্য, বিশ্বাসকে ধোকা দেওয়ার হাতিয়ার বানিয়ে গুরু নামের গাদ্দার আনইথক্যিাল মেন্টররা সস্তা মোটিভেশন, স্ত্রিপ্টেড সফলতার গল্প বলে সাইকোলজিক্যালি ম্যানপিুলশেনের মাধ্যমে ফ্রি কোর্স আর বিশাল ডিসকাউন্টের ফাঁদে ফেলে কুইক ক্যাশ ক্যাপিটালাইজ করার যে মহোৎসব চলছে তার বিরুদ্ধে এক অগ্নঝিরা প্রতিবাদ।
লাইফ সেভিং এই রিসোর্সে পাবেন- বাংলাদেশের মেন্টরিং স্ক্যামের লেজারফোকাসড ফরেনসিক এক্সপোজার, বাস্তব কেস স্টাডি কিভাবে তারা আপনাকে ম্যানিপুলেট করছে। মেন্টর ও কোর্স বাছাইয়ের ১০০% ফেইলপ্রুফ ফ্রেমওয়ার্ক। নিউরাল পাথওয়ে ইঞ্জিনিয়ারিং, ভেলভেট ট্র্যাপ ট্র্যাপের সাইকোলজিক্যাল ট্রিগার থেকে বাঁচার প্রি ফিল্টার সিস্টেম। “মেন্টর” আর “মোটিভেশন” আসক্তি থেকে পাবেন চিরমুক্তি। তখন আপনার কাছে
১. কোর্স শেষে কোটিপতি বানানোর প্রলোভন ধোপে টিকবে না।
২. পেইড রিভিউ, ফেইক হাইপড স্টোরি, চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাকে বোকা বানাতে পারবে না।
৩. স্বপ্ন বিক্রি আর বিশ্বাসের বাণিজ্য করে কাউকে পথে বসাতে পারবে না।
৪. নিউরো সাইকোলজিক্যাল ম্যানপিুলশেন কোন কাজ করবে না।
৫. আনইথক্যিাল মেন্টররা যত কিছুই করুক না কেন উদ্যোক্তার স্বপ্ন, সম্পদ, সময় আর অর্থ-সব থাকবে অ্যান্টি স্ক্যাম শিল্ডে সুরক্ষতি। একদম নিরাপদ।
লাইফ সেভিং এই রিসোর্স স্বপ্নবাজদের জন্য "ইমোশনাল ইন্স্যুরেন্স" পেশাজীবীদের জন্য ক্যারিয়ার কন্ট্রোল সেন্টার" বেকার তরুণ-তরুণীদের জন্য নতুন পথের মাইলস্টোন" বাকি সবার জন্য ধরা না খেয়ে সফল হওয়া গাইডবুক।
এতোকিছু জানার পর এখনও যারা ভাবছেন আরও একটা কোর্স, আরও একজন মেন্টর আপনার লাইফ বদলে দেবে তারা চাঁদের কাছে সূর্যের তাপ আশা করছেন। কোন কোর্স, কোন মেন্টর মানুষের জীবন বদলে দেয় না। জীবন বদলে দেয় সত্য, সাহস, নিখুঁত পরিকল্পনা আর আল্লাহর উপর ভরসা করে সফল হওয়া পর্যন্ত লেগে থাকার ধৈর্য্য। এটি আপনার সময়, অর্থ, স্বপ্ন ও জীবনের নিরাপত্তার গ্যারান্টি।
তাই আগাগোড়া মেন্টরের স্বার্থের মোড়কে মোড়ানো জ্ঞান দিয়ে আপনার স্বপ্ন কখনই পূরণ হবে না। এই জ্ঞান আপনার জানার জন্য না, বাচাঁর জন্য দরকার। ৯৫% উদ্যোক্তার মতো আকাশ ভরা তারা দেখতে না চাইলে মেন্টরলেস মাস্টারি করে নিজের যোগ্যতায় সফল হওয়ার মিলিটারি গ্রেড স্নাইপার স্ট্র্যাটেজি জানতে এখনই অর্ডার করুন ক্যাপ্টেন আবিরের ‘‘মেন্টরিংয়ের মরণফাঁদ, না বুঝলে জীবন বরবাদ’’