তুমিও যদি পেতে চাও রবের ক্ষমা
হে মুমিন!
ছুটো আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে
الْحَمْدُ للهِ وَكَفَى وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى أَمَّا بَعْدُ!
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সর্বশ্রেণীর মুমিনকে সম্বোধন করে আহবান করেছেন-
وَ سَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمُوتُ وَ الْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُوْنَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْعَظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَ اللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ وَ الَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَ مَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا تَجْرِي مِنْ فَعَلُوا وَ هُمْ يَعْلَمُوْنَ أُولَئِكَ جَزَاؤُهُمْ مَّغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَ جَنت :
تَحْتِهَا الْأَنْهُرُ خُلِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَمِلِينَ
হে মুমিনগণ! হ্যান্ড য্যাপচফাংসশীও চান্তজ্ঞাশ্যাল বীচাচাচী তাঁত শিল্পও চ্যাগির চাত্য তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ছুটো যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা পরহেযগারদের জন্য প্রস্তুত করা হয়েছে।
পরহেযগার কারা?
যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং
ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে।
আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর
আল্লাহ ছাড়া কে গুনাহ্ ক্ষমা করবে? বাদনল
আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না। এরাই তারা,
যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতসমূহ যার
তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ।امامان نائف خلت
সেখানে তারা স্থায়ী হবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম!
৩ সূরা আলে ইমরান, আয়াত: ১৩৩-১৩৬