আল কুরআন এবং মা-বাবার অধিকার
এই পবিত্র সম্পর্কে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন-
وَقَضَى رَبُّكَ أَنْ لَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ.
তোমার রবের ফয়সালা হলো, শুধু আমারই ইবাদত করো অন্য কারো নয়।'
উপর্যুক্ত আয়াতে এক বাক্যের মাধ্যমে আল্লাহ নিজের হক বর্ণনা করেছেন-
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا.
এখান থেকে মা-বাবার কথা শুরু করেছেন; বলেছে তোমরা মা-বাবার সঙ্গে উত্তম আচরণ করো।২
إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَّهُمَا أَن وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ إِن تَكُونُوا صَالِحِيْنَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُوْرًا .
আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে 'উফ' বলো না এবং তাদেরকে ধমক দিও না।
আর তাদের সাথে সম্মানজনক কথা বল।
আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বল, 'হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন।
তোমাদের অন্তরে যা আছে, সে সম্পর্কে তোমাদের রবই অধিক জ্ঞাত। যদি তোমরা নেককার হও তবে তিনি তাঁর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল।
এই দীর্ঘ কুরআনের আয়াতে মাতা-পিতার হক নিয়ে আলোচনা করেছেন। আর স্বয়ং আল্লাহ তায়ালার হক একটি আয়াতে আলোচনা করেছেন! সুতরাং মা-বাবাকে উফ্ বলা বেয়াদবি করা এমনকি আওয়াজ উঁচু না করা, ধমকের স্বরে কথা না বলা, বরং তাদের সামনে নিজেকে বিলিয়ে দেওয়াই আয়াতের মর্মবাণী।
আমাদের নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান বিন হারেসার আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন! রাসুল যখন জান্নাতে তাশরিফ আনলেন। তখন নোমান বিন হারেসার আওয়াজ ধ্বনি-প্রতিধ্বনিত হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে তেলাওয়াত করছে? ফেরেশতারা উত্তরে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের গোলাম নোমান। সে তো মদিনায় বসে আছে! জান্নাতে তার আওয়াজ কিভাবে আসলো? তিনি বলেন মূলত মা-বাবার আনুগত্যের কারণে আল্লাহ তায়ালা জান্নাতের প্রতিটি কোণে তার আওয়াজ শুনিয়েছেন! সুবহানাল্লাহ!
আল্লাহ তায়ালা বলেন- মুসা আলাইহিস সালাম তুর পর্বতে এলেন, একদিন আল্লাহ বলেন, এখন তুমি এসেছ! তোমার মা বিদায় হয়ে গেছেন! তোমাকে দুআ প্রদানকারী বিদায় হয়ে গেছেন! অথচ মা-বাবার শেষ বয়সে সন্তান নিজেই বলতে থাকে- হে আল্লাহ! মা-বাবার মৃত্যুই ভালো!