প্রশ্ন-উত্তরে কৌল মার্গ’ গ্রন্থটি একটি অনন্য সাধনামূলক ও দর্শনভিত্তিক কর্ম যার মাধ্যমে কৌলধর্ম ও কৌলাচারের বহু জিজ্ঞাসার উত্তর মিলেছে সহজ ও যুক্তিবোধসম্পন্ন ভাষায়। এই গ্রন্থ কেবল একটি দর্শনের ব্যাখ্যা নয়, বরং এটি জীবনের, আত্মার ও তত্ত্বের গভীর অনুসন্ধানের পথপ্রদর্শক – যা শ্রী শ্রী কৌলাচার্য্য বিজন কুমার ভট্টাচার্য্য মহাশয়ের জ্ঞানময় নির্দেশনার ফলস্বরূপ রচিত।
আমি, শ্রী শান্ত বাসফোর, এই গ্রন্থের একজন ক্ষুদ্র সম্পাদক ও কৌলাচার্যের একান্ত শিষ্য হিসেবে, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় অবনত হই আমার গুরুদেবের মহাজ্ঞান, সহানুভূতি ও মুক্তির দিকনির্দেশনার প্রতি। যাঁর জীবনই এক জীবন্ত গ্রন্থ, যাঁর বাক্যেই স্পন্দিত হয় তন্ত্র, দর্শন ও মানবধর্মের চিরন্তন সত্য।
এই গ্রন্থে যেভাবে প্রশ্নোত্তরের ধারায় কৌল দর্শনের গভীর বিষয়াবলি, সাধনপথ, শাস্ত্রীয় ভিত্তি, দৈনন্দিন জীবনে কৌলাচারের প্রয়োগ ও আত্মোন্মোচনের পথ ব্যাখ্যা করা হয়েছে, তা পাঠকের জন্য একটি আলোকময় অভিজ্ঞতা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখানে যে সহজতা আছে, তা কেবল ভাষায় নয় – ভাবনায়ও। তাই নবীন সাধক থেকে জিজ্ঞাসু পাঠক, সকলের কাছেই এটি এক অপূর্ব পথনির্দেশক গ্রন্থ হয়ে উঠবে।
আমার সম্পাদনার কাজ কেবলমাত্র গুরুদেবের বাণী ও নির্দেশনাকে যথাযথভাবে গুছিয়ে উপস্থাপন করা – এতে আমার নিজস্ব কিছু নেই। এ আমার গুরুসেবার এক ক্ষুদ্র প্রয়াস মাত্র।
পরিশেষে, সকল পাঠক, গবেষক ও সাধকবৃন্দের প্রতি বিনীত অনুরোধ – এই গ্রন্থটি পাঠ করুন মনোযোগ দিয়ে, বারংবার, এবং অন্তর থেকে উপলব্ধি করার চেষ্টা করুন – কারণ এখানে আছে সেই পথ, যা হৃদয়ের গভীর থেকে প্রকাশিত হয় এবং চরম সত্যের দিকে নিয়ে যায়।