আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানী ও দয়ায় "মাকতাবাতুন নূর" "ইসলামি আদাব" নামক এক অমূল্য রত্ন-ভান্ডার আপনাদেরকে উপহার দিতে পেরেছে।
আদব শব্দটি এখন আর অপরিচিত শব্দ নয়। এটি প্রয়োজনীয় ইলমেরও একটি অংশ। প্রত্যেক মুমিনকে জানতে হবে দৈনন্দিন জীবনে ইসলামের আদবগুলো কি কি। ইসলাম কোন ক্ষেত্রে কি আদব শিখিয়েছে তাও শিখতে হবে। আদব বা শিষ্টাচার একজন মুমিনের জীবনে এক অনিবার্য অনুষঙ্গ। বর্তমান সময়ে আমাদের পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের পিছনে মৌলিক একটি কারণ হলো আদব ও আখলাকের সংকট। পরিবার ও সমাজে শৃঙ্খলা, পারস্পরিক সোহার্দ্য ও মর্যাদাবোধ প্রতিষ্ঠায় আদবের গুরুত্ব অপরিসীম।
"ইসলামি আদাব" বইটি বিশেষ করে নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখে সংকলন করা হয়েছে। এবং এমনভাবে সাজানো হয়েছে যা শিক্ষার্থীরা সহজে মুখস্থ করতে পারবে। আমি মনে করি, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আদব শিষ্টাচার শিখাতে বইটি ভালো ভূমিকা রাখবে। এবং ঘরোয়া তালিমের জন্যও বইটি খুবই উপযোগী ও উপকারী হবে। ইনশাআল্লাহ। লেখক মাওলানা আল আমিন সাহেব অত্যান্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে সময়োপযোগী এই কাজটা জাতির খেদমতে উপস্থাপন করেছেন। এই জন্য লেখককে জানাচ্ছি মাকতাবাতুন নূর ও পাঠকদের পক্ষ থেকে অসংখ্য শুকরিয়া।
আমি আশা করবো, আদব শিষ্টাচার সম্পর্কিত শূন্যতা ও আখলাকি সংকট দূর করতে আপনার মাদরাসা, ইসলামিক স্কুল, কিন্ডারগার্ডেন ও মক্তবে "ইসলামি আদাব" বইটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবেন। বইটি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর মানবীয় দূর্বলতার কথা তো বলতেই হয় যে, আমাদের উপস্থাপনাতে দুর্বলতা থাকতে পারে; কিন্তু আগ্রহ ও আন্তরিকতায় বিন্দুমাত্র খাদ নেই। ভাষার মান ও বানানের ক্ষেত্রে সর্বোচ্চ নজর দেওয়া সত্ত্বেও ত্রুটি থেকে যেতে পারে। আমরা আশাবাদী, সম্মানিত পাঠকবৃন্দ আমাদের অজ্ঞাত ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পাঠকের যেকোনো মূল্যবান পরামর্শ বা সংশোধনীকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। পরবর্তী সংস্করণে বইটি আরো উন্নত ও সুন্দর করার চেষ্টা করব। ইনশা-আল্লাহ।
পরিশেষে রাব্বে কারীমের কাছে দুআ করি, তিনি এই বইটিকে কিয়ামত পর্যন্ত একটি উপকারী খেদমত হিসেবে কবুল করুন। আমীন।