প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবস’ পালনের যে রীতি চালু রয়েছে, এর সূচনা হয়েছিল ১৯৯৩ সালে। তখনকার জনপ্রিয় সাপ্তাহিক ‘যায়যায়দিন’ পাঠকদের কাছে ভালোবাসা বিষয়ক লেখা আহ্বান করে এই প্রথা চালু করেছিল। আমিও ‘একটি আধা রাজনীতি, আধা প্রেমের চিঠি’ শিরোনামে একটা লেখা পাঠিয়েছিলাম এবং সেই লেখাটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। এরপর প্রায় দেড় বছর পত্রিকাটিতে নিয়মিত কলাম লেখার পর সেখানে চাকরি গ্রহণ করি। ’৯৫ সালের ভালোবাসা দিবসের প্রাক্কালে ভাবলাম এবার কী লেখা যায়। অনেক ভেবে এই দিবসের সংখ্যায় আমি প্রেমের ৫৫টি প্রবচন লিখি। প্রবচনগুলো পাঠক খুব পছন্দ করেন এবং আমাকে বিষয়ভিত্তিক আরও প্রবচন লেখার অনুরোধ জানান তারা। এরপর আমি আরও ৬টি বিষয়ের ওপর ৫০টা করে প্রবচন লিখি। যায়যায়দিন থেকে চলে আসার পর প্রখ্যাত সাংবাদিক ও যায়যায়দিনের কলিগ বিভুরঞ্জন সরকার এবং আমি মিলে যখন সাপ্তাহিক ‘চলতিপত্র’ প্রকাশ করেছিলাম, সেই পত্রিকায় ‘প্রথম প্রেম’ বিষয়ে একটি বিশেষ সংখ্যা বের করা হয়েছিল। সেই সংখ্যায় আমি প্রথম প্রেমের প্রবচন লিখি। এ বইয়ে সব মিলিয়ে সেই ৮টি বিষয়ভিত্তিক প্রবচনগুলো গ্রন্থিত হয়েছে।
ভালোবাসার যে চিঠিটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল, সেটিও যুক্ত করা হয়েছে এ গ্রন্থে। পাঠককে মনে রাখতে হবে এটি ’৯৩ সালে লিখেছিলাম। সেই সময়কার রাজনীতি নিয়ে প্রেমিকার কাছে লেখা হয়েছিল চিঠিটি। চিঠিটি বিপুলভাবে পঠিত হয়েছে এবং গত তিন দশকে দেশের একটি টেলিভিশনে পরপর ৩ বছর ভালোবাসা দিবসে এবং লন্ডনের একটি টেলিভিশনেও আমাকে পড়তে হয়েছে চিঠিটি।
প্রবচনগুলোও প্রায় একই সময়ে লেখা যেহেতু, তাই নতুন প্রজন্মের পাঠকদের কিছু কথা বুঝতে অসুবিধা হবে। সেক্ষেত্রে তারা রাজনীতিসচেতন বয়স্কদের শরণাপন্ন হতে পারেন। প্রথম প্রেমের প্রবচনগুলো চলিত এবং বাকিগুলো সাধু ভাষায় লেখা হয়েছে।
গ্রন্থটি প্রকাশের জন্য ঝালকাঠি প্রকাশনা সংস্থা ও প্রীতিভাজন মিনার মাসুদকে অসংখ্য ধন্যবাদ।