স্বপ্ন রহস্যের ব্যাখ্যা সম্বলিত ঐতিহাসিক ও অদ্বিতীয় গ্রন্থ আল্লামা ইবনে সিরীনের স্বপ্নের তাবীর ১/২ [আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা ও সমাধাব]
স্বপ্ন হচ্ছে ভবিষ্যত খবর সম্বলিত বিস্ময়কর রহস্যভরা বিশাল এক বিশ্ব। এ বিশ্বে পদচারণার সুযোগ কম-বেশি প্রত্যেকেই লাভ করে থাকে। স্বপ্ন-বিশ্বে গমনকারী ব্যক্তি কত দৃশ্যইনা প্রত্যক্ষ করে থাকে। কিন্তু সেসব অবলোকিত দৃশ্যের মূলতত্ত্ব, লক্ষ্য ও উদ্দেশ্য এত সূক্ষ্ম ও তীক্ষ্ম এবং এত গভীরে নিহিত যে, সে পর্যন্ত পথ অতিক্রম করে মূল লক্ষ্য ও উদ্দেশ্য আহরণ করার মতো বুদ্ধিমত্তা ও যোগ্যতা সকলের নেই। এবং এ বুদ্ধিমত্তা ও যোগ্যতা অর্জনীয় নয় বরং খোদাপ্রদত্ত। যাকে আল্লাহ আলিমুল গাইব এ বুদ্ধিমত্তা ও যোগ্যতা দান করেন তার পক্ষেই সম্ভব এর গভীরে ডুব দিয়ে আসল উদ্দেশ্য ও লক্ষ্য আহরণ করা। এ উম্মতের মাঝে যাদেরকে আল্লাহ তা’আলা এ জ্ঞানবিদ্যা দান করেছেন তাঁদের মধ্যে সর্বজনস্বীকৃত ও প্রসিদ্ধ ব্যক্তি হলেন ইমাম মুহাম্মদ ইবনে সিরীন (রহ.)। এতদ্বসংক্রান্ত বিষয়ে তাঁর একটি পুস্তিকা রয়েছে। যার নাম ‘তাফসীরু আহলামিল কাবীর’। পুস্তিকাটি সর্বযুগের সর্বশ্রেণির আলেম ও পণ্ডিতদের নিকট ব্যাপকভাবে গৃহীত ও সমাদৃত
স্বপ্ন এক অদ্ভুত জগতে আমাদের নিয়ে যায়। সেখানকার হাসি-কান্না, সুখ-দুঃখের রঙও হয় অদ্ভুত, ব্যতিক্রম। বস্তুবাদী মানুষ একে নিছক কল্পনা বলে আখ্যা দিলেও ইসলাম সে-কথা বলে না। ইসলামে স্বপ্নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বলা হয়েছে, ‘মুমিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের একভাগ।’
স্বপ্ন মানুষের নানা অবস্থার প্রতিচ্ছবি। কখনও সেটা আপনার ভবিষ্যত, কখনও বর্তমান, কখনও অতীত, আবার কখনও নিছক কল্পনার সারবস্তু। তাই মুমিন-জীবনে স্বপ্ন কোনো অবহেলার বস্তু নয়। মিশরের রাজার এক স্বপ্নে গোটা মিশরবাসীর ভবিষ্যৎ জড়িত হয়ে পড়েছিল। সেই স্বপ্নের গূঢ়তত্ত্ব উদ্ধার করতে পেরেছিলেন বলেই আসন্ন এক ভয়াবহ দুর্ভিক্ষের কবল থেকে মিশরের অধিবাসীদের বাঁচাতে পেরেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাই কোন স্বপ্নের কী ব্যাখ্যা, ভালোভাবে জানা এবং সেমতে কর্মপরিকল্পনা গ্রহণ করাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচায়ক।
ইমাম মুহাম্মাদ ইবনে সিরীন এবং অপরাপর বিদগ্ধ স্বপ্নবিশারদ উলামায়ে কেরামের স্বপ্নের ব্যাখ্যা সম্বলিত এই অনন্য কিতাবটি যুগের পর যুগ মানুষকে পথ দেখিয়ে আসছে। বাংলাভাষায় কিতাবটির রেফারেন্সভিত্তিক পূর্ণাঙ্গ অনুবাদপ্রচেষ্টা এই প্রথম।স্বপ্নের তাবীর শীর্ষক এই গ্রন্থটি বাংলা ইসলামী সাহিত্যের ভাণ্ডারে একটি বহুমূল্য সংযোজন।