এই উপন্যাসের নায়িকা মোনা এবং নায়ক চরিত্র শ্রাবণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। এক পর্যায়ে শ্রাবণ মোনার প্রেমে পড়ে যায়। শ্রাবণ লিখতে থাকে মোনাকে নিয়ে একের পর এক প্রেমের গল্প-কবিতা। এভাবে মোনাকে শ্রাবণ খুব কাছের মানুষ ভাবতে থাকে। কিন্তু মোনা যখন শ্রাবণের বিষয়টা জানতে পারে তখন মোনা তাতে সাড়া দিতে পারেনি। কেননা শ্রাবণকে মোনা সারাজীবন বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ রাখতে চায়। এদিকে শ্রাবণও মোনাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত শ্রাবণ মোনাকে হারিয়ে ফেলে। মাঈনুলের সাথে মোনার বিয়ে ঠিক হয়ে যায়। শ্রাবণ সেটা মন থেকে মানতে পারে না। চোখের সামনে প্রিয় মানুষ অন্যের হয়ে যাওয়া যে কতটা কষ্ট এবং যন্ত্রণার তা বলাই বাহুল্য। পৃথিবীতে প্রিয় মানুষ হারানোর কষ্ট সবচেয়ে বেশি। এর সহ্য ক্ষমতা সবার থাকে না। মোনাকে শ্রাবণ জীবন থেকে হারিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। মোনা, শ্রাবণ এবং মাঈনুল এই তিনটি প্রধান চরিত্রের মধ্য দিয়েই উপন্যাসের কাহিনী বিন্যাস গড়ে উঠেছে। মোনাকে হারিয়ে শ্রাবণের স্বপ্নগুলো চোখের সামনেই ধূলিসাৎ হয়ে যায়। অথচ মোনারও কিছু করার থাকে না। সে তখন অন্য কারো জীবনের অংশ। তারপর মহান একুশে বইমেলায় শ্রাবণের নতুন বই বের হয়। তখন মোনা তার স্বামী মাঈনুলকে নিয়ে বইমেলা থেকে সেই বইটি সংগ্রহ করতে যায়। পথিমধ্যে খবর আসে সড়ক দুর্ঘটনায় শ্রাবণ মারা গেছে। খবরটি মোনা শোনার পর বিশাল আকাশ যেন তার মাথার উপর ভেঙে পড়ে৷ মুহূর্তেই থমকে যায় মোনার জীবন চলার গতিবিধি।
জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলাধীন, চৌহালী উপজেলার স্থলচর গ্রামে। ছোটবেলা থেকেই তার সাহিত্যের হাতেখড়ি। বাংলা ভাষা এবং সাহিত্যের উপর তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেছেন।ইতোমধ্যে তার একক এবং যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ- সমূহ নিম্নে উল্লেখ করা হলো- যেখানে বসন্ত তোমার - ২০১৮ (একক) কাব্যতীর্থ - ২০১৯ (যৌথ) প্রজ্বলিত একুশ - ২০১৯ (যৌথ) কবিদের শ্রেষ্ঠ কবিতা - ২০২০ (যৌথ) তোমার জন্য রজনীগন্ধা - ২০২০ (যৌথ) বিভিন্ন জাতীয় এবং স্থানীয় পত্র-পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশ হয়ে আসছে। “ভালোবাসার সমীকরণ” এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস।