আল্লাহ তা'আলা মানুষকে তাঁর দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু মানুষ পৃথিবীতে এসে নিজেদের খেয়াল-খুশি ও প্রবৃত্তির দাসে পরিণত হয়। আল্লাহর দেওয়া জীবনবিধান এবং রাসূল (সঃ)-এর দেখানো পথ তার কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠে। ফলে প্রবৃত্তির তাড়না ও শয়তানের কুমন্ত্রণায় সে পাপের পথে ধাবিত হয়। আল্লাহর অবাধ্যতা করে নিজের গোনাহে লিপ্ত হয়। শুধু প্রবৃত্তির নগ্ন-আবেগ, অবহেলা, আলস্য ও ঔদ্ধত্যভাব আমাদের মানুষকে পাপের দিকে ঠেলে দেয়।
এই পাপ থেকে বাঁচতে না পারলে ইহকালীন কল্যাণ অর্থাৎ আখিরাত কঠিন কঠিন আযাব থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব। তাই পাপের আযাব থেকে পরিত্রাণ কারণগুলো জানা এবং সেগুলো থেকে বাঁচার উপায় অবলম্বন করা অত্যন্ত জরুরী।
পাপমুক্ত জীবন : পথ ও পাথেয়' বইটিতে কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পাপের উৎস, প্রকার, পরিণতি বিশ্লেষণ করে তা থেকে মুক্তির কার্যকর উপায় উপস্থাপন করা হয়েছে। মানুষের নৈতিক স্খলন, আত্মিক অস্থিরতা এবং ঈমানী দুর্বলতার মূল কারণ অনুসন্ধান করে অত্যন্ত সূক্ষ্মভাবে পাপমুক্ত জীবনের বাস্তব রূপরেখা তুলে ধরা হয়েছে।
অন্তরের রোগ যেমন- অহংকার, হিংসা, রিয়া, কু-প্রবৃত্তি ইত্যাদি থেকে মুক্তির কার্যকর কৌশল অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি লেখকের গভীর অন্তর্দৃষ্টি, সহজাত ব্যাখ্যাশৈলী ও হৃদয়গ্রাহী ভাষার ফলে পাঠকের মনে আত্মশুদ্ধির নতুন আলো জ্বলে উঠবে। জাগতিক ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া অন্তর্জগতের আলোর পথ ও আত্মিক পবিত্রতার সন্ধান যারা পেতে চান তাদের জন্য বইটি নিঃসন্দেহে একটি আলোকবর্তিকা।