আমরা ধরে নিচ্ছি এই বইয়ের পাঠকদের মধ্যে বিভিন্ন স্তরের দক্ষতা থাকবে CVP বিশ্লেষণ বিষয়ে। কেউ হয়ত ব্যবসায় শিক্ষায় আনুষ্ঠানিক শিক্ষা না নিয়ে হাতে-কলমে শিখে সিনিয়র ম্যানেজমেন্টে উঠেছেন, অন্যদিকে কেউ হয়ত নন-প্রফিট বা সরকারি সংস্থায় কাজ করছেন—যেখানে লাভ না করলেও টেকসই হওয়াই বড় লক্ষ্য। এই বইয়ের সরঞ্জামসমূহ এ ধরনের ব্যবস্থাপকদের সহায়ক হবে। এগুলোর অনুশীলন ও প্রয়োগ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য আরও কার্যকর ম্যানেজারে পরিণত করবে।
আরও একটি গুরুত্বপূর্ণ পাঠক গোষ্ঠী হলো উদ্যোক্তারা। অনেক সফল উদ্যোক্তা ব্যবসায়িক শিক্ষায় না গিয়ে বাস্তব অভিজ্ঞতা থেকে ব্রেকইভেন চিন্তাভাবনায় পারদর্শী হয়েছেন। এই বইয়ের সরল কিন্তু কার্যকর টুলকিট তাঁদের ইতিপূর্বে অর্জিত চিন্তাভাবনাকে পরিপূর্ণতা দিতে সাহায্য করবে এবং তাঁদের নিজস্ব টিম ও ব্যবস্থাপনা স্তরের সক্ষমতা বাড়াবে। অনেক সময় উদ্যোক্তারা যেসব যোগাযোগ ও দর-কষাকষিতে জড়িত থাকেন—সরবরাহকারী বা ক্রেতার সঙ্গে—সেখানে ব্রেকইভেন বিশ্লেষণ অনেকটা কৌশলগত সুবিধা এনে দিতে পারে। প্রতিপক্ষের ব্রেকইভেন পয়েন্ট জানার মতো নিজেদের ব্রেকইভেন জানাও ততটাই গুরুত্বপূর্ণ হতে পারে।
অন্য পাঠকগোষ্ঠী হলো:
যারা ব্যাচেলর ডিগ্রি শেষ করে ব্যবস্থাপনায় যুক্ত হয়েছেন,
যারা এমবিএ সম্পন্ন করে সিনিয়র নেতৃত্বে পৌঁছেছেন বা সেই পথে রয়েছেন,
এবং যারা বিশ্ববিদ্যালয়ে (অন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট স্তরে) অধ্যয়নরত, যাঁদের শিক্ষকরা চান যে তাঁরা ব্রেকইভেন বিশ্লেষণের একাধিক পদ্ধতি সম্পর্কে জানুক।