দুনিয়ার কাজ হোক পরকালের পাথেয়। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আখেরাত বা পরকাল। দুনিয়া হচ্ছে পরকালের সঞ্চয় জমানোর স্থান। এ স্থানে মানুষকে আল্লাহ অল্প সময়ের জন্য প্রেরণ করেছেন। এই দুনিয়া থেকে অল্প সময়ে উত্তম আমল ও আখলাকের মাধ্যমে পরকালের চিরস্থায়ী জীবনের পাথেয় সংগ্রহ করতে হবে। এই দুনিয়া আসল ঠিকানা নয়, কেবল মাত্র একটি সড়ক বা প্রতারণার ইঙ্গিত।
১৫২
১৫৩
১৫৪
১৫৪
১৫৪
১৫৫
১৫৫
১৫৫
১৫৬
১৫৬
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلا مَتَاعُ الْغُرُورِ
পার্থিব জীবন ধোঁকার বস্তু ব্যতীত আর কিছুই নয়।'
[সূরা হাদী]
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ.
'তোমরা দ্রুত অগ্রসর হও আপন প্রতিপালনের দিকে এবং সেই জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমান জমিনের সমান, যা তৈরী করা হয়েছে মুত্তাকীদের জন্য।
[সূরা আলা-ইমরান-১৩২]
সেখানে ভয়ানক একটি ঘাঁটিও আছে।
০৫৬
৫৭
৫৭
৫৭
৫৮
৫৯
৫৯
৬০
৬০
قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
'তোমরা নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।
[সূরা আত তাহরীম-০৬/
নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং জান্নাতের দিকে অগ্রসর হও। এই জগত ক্ষণস্থায়ী। কেউ এখানে আজীবন থাকতে পারব না।
كُلِّ مِنْ عَلَيْهَا فَانٍ.
'পৃথিবীতে যত কিছু আছে, একদিন সব ধ্বংস হয়ে যাবে।'
যে এসেছে, তাকে একদিন আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে।
يَوْمَئِذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفَى مِنْكُمْ خَافِيُهُ.
'সে দিন তোমাদেরকে হাজির করা হবে এবং তোমাদের কোনো কিছুই আড়াল থাকবে না।'
يَقُولُ أَلا نُسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرَّ.
'সে দিন মানুষ বলবে, আজ পালাবার পথ কোথায়?'
গালাতে চাইলেও পালাতে পারবে না। নড়তে চাইলেও নড়তে পারবে না।