আর্থসামাজিক উন্নয়নে ডিজিটাল আধুনিক যুগে ইসলামি ব্যাংকিং একটি উন্নততর, টেকসই ও সম্ভাবনাময় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সারাবিশ্বে সমাদৃত। বৈশ্বিক আর্থিক মন্দা মোকাবেলায় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করে ইতোমধ্যে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা মুসলিম ও অমুসলিম দেশগুলোতে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বিশ্বের প্রায় ৮০টি দেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় দেশের আর্থিক কাঠামো উন্নয়নের জন্য ইসলামি ব্যাংকিং সম্পর্কিত গ্রন্থের গুরুত্ব ব্যাপক। বর্তমানে বাংলাদেশে মোট ৬১টি ব্যাংকের মধ্যে ১০টি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক ১৬৯৭টি শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। বাকি ৫১টি প্রচলিত ব্যাংকের মধ্যে ১৬টি ব্যাংকের ৩৪টি ইসলামি ব্যাংকিং শাখা এবং ২০টি প্রচলিত ব্যাংকের ৮২৫টি উইন্ডোর মাধ্যমে তাদের ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে (৩১ ডিসেম্বর, ২০২৪)। এ ছাড়াও ইতোমধ্যে অন্যান্য ব্যাংকগুলো ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংককে আবেদন করেছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের প্রায় ৩০ শতাংশ ইসলামি ব্যাংকের দখলে রয়েছে।
ইতোমধ্যে ইসলামি ব্যাংকিং বিষয়ে বাংলা ভাষায় অনেক গ্রন্থ রচিত হয়েছে। কিন্তু ব্যাসেল নীতিমালা সম্পর্কে বাংলা ভাষায় কোনো গ্রন্থ রচিত হয়নি। ব্যাংকিং সেক্টরে ব্যাসেল চুক্তির নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যকে সামনে রেখে লেখক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, গবেষক এবং ব্যাংকারদের ব্যাসেল নীতিমালা সম্পর্কে সহজ ভাষায় জ্ঞান অর্জনের জন্য বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।