আপনি কি আর্থিকভাবে শক্তিশালী ভবিষ্যতের স্বপ্ন দেখেন? অর্থের প্রকৃত ব্যবহার ও সফলতার পথ তৈরি করতে চান? তাহলে দৃষ্টিভঙ্গির পার্থক্যই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে।
‘রিচ ড্যাড পুওর ড্যাড’ শুধু একটি বই নয়, এটি একটি বিপ্লব। যা আপনার মস্তিষ্কের গতানুগতিক চিন্তাভাবনার বিপরীতে একটি বৈপ্লবিক ধারার সূচনা করবে। এই বইটিতে কিয়োসাকি এমনসব ধারণা শেয়ার করেছেন, যেগুলো প্রচলিত শিক্ষাব্যবস্থায় সাধারণত শেখানো হয় না, কিন্তু আর্থিক স্বাধীনতা লাভ করতে হলে এগুলো শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
বইটিতে রবার্ট টি. কিয়োসাকি তার জীবনের দুটি বিশেষ মানুষকে ‘রিচ ড্যাড’ এবং ‘পুওর ড্যাড’ নামে উল্লেখ করেছেন। একজন তার নিজের বাবা, যিনি পিএইচডি ডিগ্রিধারী হয়েও আর্থিকভাবে অসচ্ছল, অপরজন তার বন্ধুর বাবা, যিনি বেশি পড়াশোনা না করেও আর্থিকভাবে স্বাবলম্বী।
এই দুজন ব্যক্তির চিন্তাধারা, শিক্ষা এবং আর্থিক বিষয়ে তাদের জ্ঞান ও চিন্তার পার্থক্যগুলো যেভাবে তাদের জীবনকে ভিন্ন দুটি পথে পরিচালিত করেছে, আর এর থেকে কিয়োসাকি জীবন ও অর্থ সম্পর্কে যে-সকল মূল্যবান পাঠ শিখেছেন, তা বইটিতে আলোচনা করা হয়েছে।
এ ছাড়াও Financial Literacy (আর্থিক সাক্ষরতা), Building Assets (সম্পদ গঠন), Income vs. Wealth (আয় বনাম সম্পদ), Entrepreneurial Mindset (উদ্যোক্তা মনোভাব), Mindset Shift (মনোভাবের পরিবর্তন)-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে স্বচ্ছ ধারণা দিয়েছেন।
প্রিয় পাঠক, এই বইটি শুধু পড়ার জন্য নয়, বরং এটি নিজের জীবনে প্রয়োগ করার জন্য। যদি আপনি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে প্রস্তুত হন এবং আর্থিক স্বাধীনতা অর্জনের পথে হাঁটতে চান, তবে এই বইটি আপনার জন্যই। এবার বলুন, আপনি প্রস্তুত তো?
জাপানী বংশোদ্ভূত লেখক রবার্ট তরু কিয়োসাকি বেড়ে উঠেছেন হাওয়াই দ্বীপপুঞ্জে। সংক্ষেপিত নাম ‘রবার্ট টি. কিয়োসাকি’ দিয়েই তিনি অধিক পরিচিত। শৈশবকাল শেষ করে পড়াশোনার জন্য তিনি পাড়ি জমান নিউ ইয়র্কে। একজন গ্র্যাজুয়েট হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পর ইউ. এস. মেরিন কর্পসে যোগ দেন। এরপর পেশাজীবন তাঁকে নিয়ে যায় ভিয়েতনামে, মেরিন কর্পসের একজন অফিসার ও হেলিকপ্টার গানশিপের পাইলট হিসেবে। ভিয়েতনাম থেকে ফিরেই যাত্রা শুরু হয় এক যুদ্ধফেরত ব্যবসায়ীর। ১৯৭৭ সালে তিনি গড়ে তোলেন তার নিজের কোম্পানি, যা একইসাথে তাকে এনে দেয় অর্থনৈতিক ও ব্যবসায়িক সফলতা। পরবর্তী সময়ে, ১৯৯৪ সালে তিনি ও তার সহধর্মিনী কিম কিয়োসাকি মিলে জন্ম দেন রিচ ড্যাড কোম্পানির। তারা এই কোম্পানিটির লক্ষ্য স্থির করেন- ‘মানবতার স্বার্থে অর্থনৈতিক স্বচ্ছলতার উত্থাপন’। রবার্ট টি. কিয়োসাকির সেরা বই ধরা হয় ‘রিচ ড্যাড পুওর ড্যাড’কে। এটি সর্বসময়ের সবচাইতে জনপ্রিয়, ব্যক্তিগত এবং অর্থনৈতিক বই হিসেবে বিখ্যাত। লাখো মানুষের টাকা সম্পর্কিত ধারণাকে তিনি এই বইটির মাধ্যমে বদলে দিতে পেরেছেন। এছাড়াও ২০০৫ সালে প্রকাশিত ‘বিফোর ইউ কুইট ইওর জব’ বইটিও নতুন উদ্যোক্তাদের নজর কেড়েছে। রবার্ট টি. কিয়োসাকি এর বই সমগ্র সাধারণত মোটিভেশনাল ঘরানার, তিনি নিজেও একজন সফল মোটিভেশনাল স্পিকার। মূলত পেশায় তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কলামিস্ট। রবার্ট টি. কিয়োসাকি এর বই সমূহ এর মধ্যে রিচ ড্যাড সিরিজেরই ১৫টি বই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে বিক্রিত কপির সংখ্যা ২৬ মিলিয়ন পেরিয়ে গেছে এবং এই বইটি প্রায় ৫১টি ভাষায় অনূদিত হয়েছে।